লন্ডন: সোমবার, ১৭ই পৌষ ১৪২৩।। ধর্মের ভিত্তিতে নির্বাচনী প্রচার চালানো শুধু অনুচিতই নয়, বেআইনী। তেমন হলে নির্বাচনী প্রক্রিয়ায় অন্যায় এবং দুর্নীতির পথ বলেই চিহ্নিত হবে। ভারতের সুপ্রিম কোর্ট সোমবার এই মর্মে রায় দিয়ে বলেছে, নির্বাচন একটি ধর্মনিরপেক্ষ(সেকুলার) প্রক্রিয়া, এখানে ধর্মের কোনো স্থান নেই। একই সঙ্গে জাতপাত, জাতি, ভাষার ভিত্তিতেও ভোট চাওয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। খবর ছেপেছে কলকাতার গণশক্তি পত্রিকা।
তারা আরো লিখেছে, ধর্মের ভিত্তিতে ভোট চাওয়াকে জনপ্রতিনিধিত্ব আইনের ১২৩ ধারায় ‘অসৎ প্রয়াস’ বলা হবে কি-না তার ব্যাখ্যা চেয়ে এই মামলা চলছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চে এই রায় হয়েছে ৪:৩ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। প্রধান বিচারপতি টি এস ঠাকুর ও অন্য তিনজন বিচারপতি রায় দিয়েছেন, ধর্ম ব্যক্তিগত বিষয়। এর মধ্যে রাষ্ট্রের অংশ নেয়া অনুচিত। তাঁদের ভাষায়: “ঈশ্বর ও মানুষের মধ্যে সম্পর্ক ব্যক্তির পছন্দের পরিধিতে। এর মধ্যে রাষ্ট্রের কোনো স্থান নেই।”