কমলগঞ্জ প্রতিনিধি।। মৌলভীবাজারের কমলগঞ্জে টাকা ধার না দেওয়ায় একটি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের উত্তর কানাইদেশী গ্রামের পঞ্চন্নোর্ধ্ব করম উদ্দিনের বসতঘরের আসবাবপত্র ভাংচুর, লুটপাট ও অন্তস্বত্তা নারীসহ ৩জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৭ এপ্রিল সোমবার এ ঘটনাটি ঘটলে বুধবার(২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। কমলগঞ্জে গুড নেইবারস্ বাংলাদেশ কর্তৃক ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদানমৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরিব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামের গুড নেইবারস্ এর কার্যালয়ের সম্মুখে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে গরীব ও অসহায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রোমি রতন গোমেজ। খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ। এসময় উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহ, গুড নেইবারস এর হেলথ অফিসার মহাদেব রায় নিশান, একেবাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহ প্রমুখ। ন্যাজারিন মিশনের উদ্যোগে চাতলাপুর চা বাগানের ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণকরোনা ভাইরাস মোকাবেলায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের দরিদ্র অসহায় ৭৭ চা শ্রমিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খ্রিষ্টীয় ধর্মীয় সংগঠন ন্যাজারিন মিশন বাংলাদেশ এর উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে চাতলাপুরের চৌচল্লিশ পাট্টা এলাকার শিশু উন্নয়ন কেন্দ্র প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শরীফপুর ইউনিয়নের সদস্য রাম জনম ভর, ন্যাজারিন মিশন বাংলাদেশ আ লিক কর্মকর্তা তরুন বারিকদার, চাতলাপুর চা বাগান প ায়েত কমিটির সভাপতি সাধন বাউরী, সাজু রায়, মমি নায়েক প্রমুখ। উদ্যোক্তারা জানান, করোনাভাইরাস সংক্রমণের কারণে মানুষজন এখন গৃহবন্ধী। ফলে দুর্ভোগে পড়েছেন দুঃস্থ ও অসহায় মানুষজন। তাই সরকারের খাদ্য সহায়তার পাশাপাশি মানবিক বিবেচনায় অসহায় কর্মহীন মানুষের পাশে এগিয়ে এসেছে ন্যাজারিন মিশন বাংলাদেশ। ৭৭টি পরিবারে প্রতি পরিবারের প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, সুজি, লবন, সাবান ও বিস্কুট। |