1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নকলের অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার - মুক্তকথা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

নকলের অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

বার্তা পরিবেশক
  • প্রকাশকাল : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৩৩২ পড়া হয়েছে

নকলের দায়ে মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

গত বুধবার(৩মে) কমলগঞ্জ উপজেলার তেতইগাও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পরেন পরীক্ষার্থী শুভ্র সিংহ। সে কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক কর্মকর্তা সামছুন্নাহার পারভিন।

তিনি বলেন, এসএসসি ইংরেজি ১ম পত্র বিষয়ের পরীক্ষায় তেতইঁগাও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন পরীক্ষার হল পর্যবেক্ষণ করা কালীন সময়ে নকল করার সময় হাতে নাতে ধরা পড়েন কমলগঞ্জ দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভ্র সিংহ, যাহার পরীক্ষার রোল ১১৬৪০৩। নকলসহ ধরা পড়লে তাকে ওই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। প্রশাসন এখন তার শাস্তি নির্ধারণ করবে। আমি বোর্ডে তার তথ্য পাঠিয়েছি।

এদিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় এসএসসির বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় নকল করার দায়ে রহিমা রহমান নাহিদা নামের পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল ০২ এপ্রিল বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক মামুনুর রশীদকে ৩ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম বলেন, পরীক্ষার নকল করার অভিযোগে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT