মামুন রশীদ মহসিন।। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে কর্মরত নার্স ও ডাক্তারদের অবহেলার কারণে গর্ভেই নবজাতক শিশুর মৃত্যুর সংবাদে সামাজিক সংগঠনের পক্ষ থেকে জোর প্রতিবাদ শুরু হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলা “নিরাপদ চিকিৎসা চাই” নামের সামাজিক সংগঠন। আজ সোমবার ২২শে জুলাই বেলা ১১টার সময় ‘নিরাপদ চিকিৎসা চাই’ নামের সংগঠন স্থানীয় প্রেসক্লাবের সন্মুখে এক মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আসগর আলীর সভাপতিত্বে ও সমন্বয়কারী আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বক্সি ইকবাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ছাত্রপরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু, সম্পাদক ফুয়াদ আহমদ, মোহাম্মদ মেরাজ চৌধুরী ও মৃত শিশুর পিতা আউয়াল হাসান প্রমুখ।
উল্লেখ্য, মৌলভীবাজার সদর হাসপাতালে গত রবিবার ১৪ই মার্চ এ শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল।