নববী মসজিদের মোয়াজ্জিন শায়খ ফয়সাল নোমান-এর
শেষ নিঃশ্বাস ত্যাগ
নববি মসজিদের প্রবীণ মুয়াজ্জিন শায়খ ফয়সাল নোমান(রহ.) আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায়(২২ ডিসেম্বর ২০২৫ইং তথা ৭ পৌষ ১৪৩২বঙ্গাব্দ ও ১ রজব ১৪৪৭ হিজরি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার(২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।
শায়খ ফয়সাল নোমান(রহ.) দীর্ঘ পঁচিশ বছর ধরে মসজিদে নববিতে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০০১ খ্রিস্টাব্দে এই পবিত্র দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন।
এখানে উল্লেখ্য যে, শায়খ ফয়সাল নোমানের(রহ.) পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মসজিদে নববিতে আজানের গুরুদায়ীত্ব নিয়ে কাজ করে আসছিলেন। তার দাদা মসজিদে নববির মুয়াজ্জিন ছিলেন। তার বাবা মাত্র ১৪ বছর বয়সে মসজিদে নববির মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হন এবং নব্বই বছরেরও বেশি বয়স পর্যন্ত এ সেবা অব্যাহত রাখেন।
তার সহকর্মী ও সাধারণ মানুষজনের মতে শায়খ ফয়সাল নোমান(রহ.) ছিলেন অত্যন্ত বিনয়ী ও প্রচারবিমুখ একজন ধর্মবীর।
মহান স্রষ্টা তার সকল ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে শান্তির সর্বোচ্চ স্থান দান করবেন এমনটাই আমরা কামনা করি।