1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নিউইয়র্কে শ্রীমঙ্গলবাসীর বনভোজন পারিবারিক আনন্দ উল্লাসে অনুষ্ঠিত - মুক্তকথা
রবিবার, ১১ মে ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্রিল্যান্সিং সেমিনার ও প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ তেলবাহী রেল লাইনচ্যুত, দায়ী চালকের অসাবধানতা বিএনপি নেতার উপর হামলায় বিক্ষোভ এবং জালালাবাদ প্রদেশ বাস্তবায়নে মানববন্ধন  নবীগঞ্জের বিশিষ্ট সমাজসেবী শাহ আশ্রব আলী আর নেই ভারত থেকে ৫৯জনের বাংলাদেশে প্রবেশ। জমির বিরোধে শিশুকে নির্যাতন। শিশু ধর্ষণকারীকে গ্রেপ্তারের জন্য মানববন্ধন নারী, শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ অপূর্ব স্বাদের খাঁটী মাটি পুড়িয়ে তৈরী চাকতি, স্থানীয় ভাষার “ছিকর” বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

নিউইয়র্কে শ্রীমঙ্গলবাসীর বনভোজন পারিবারিক আনন্দ উল্লাসে অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৫৭ পড়া হয়েছে

বৈরী আবহাওয়ার মাঝেও পারিবারিক আনন্দ উল্লাসে নিউইয়র্কে অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গলবাসীর বনভোজন-২০২৩।

নিউইয়র্কের গ্লেন আইলেন্ড পার্কের মাঠে গুরি গুরি বৃষ্টির মাঝে রঙ্গিন বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধনের মূহুর্তটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। সুদূর আমেরিকার অবস্থান ভূলে গিয়ে ভাবছিলেন সবাই যেন শ্রীমঙ্গলের কোন পিকনিক স্পটে অবস্থান করছেন। প্রাকৃতিক এই সবুজ পরিবেশে দাড়িয়ে বৃষ্টিতে ভিজছেন আর সবাই বলাবলি করছিলেন, ‘এতো আমাদের শ্রীমঙ্গল’।

শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় সাইয়্যিদ মুজিবুর স্যার। এসময় উপস্থিত ছিলেন সভাপতি মামুনুর রশিদ শিপু ও সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও খলিলুর রহমান, সমন্বয়কারী মোস্তাক এলাহী চমন, সদস্য সচিব ইমদাদুল হক ইপু, সদস্য জুয়েল গাজী, বিজু পুরকায়স্থ, ইমরুল কায়েস ফয়েজ বক্স ও সুলতানা পলি। এছাড়াও উপস্থিত ছিলেন ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, মোহাম্মদ হোসেন, নূরুল আলম সেবুলসহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

উদ্বোধনের পরপর শুরু হয় পরিচয় পর্ব। এরপর ধামাইল নৃত্য আর গানের মূর্ছনায় পুরো প্রাঙ্গণটি হয়ে উঠে যেন একটুকরো শ্রীমঙ্গল। অনুষ্ঠান মালায় ছিল, সম্মিলিতভাবে মিলনমেলার উদ্বোধন, ছেলেমেয়েদের খেলাধুলা, দুপুরের খাবার, সংগীতানুষ্ঠান, আড্ডা, পুরষ্কার বিতরনী ও র‍্যাফেল ড্র:।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন- এম এন্ড এন হোম কেয়ার, এম-আইসি, বিডি অটো রিপেয়ার এন্ড কলিশন, মাছওয়ালা, পার্কচেস্টার ব্রোনকস রিয়েলটি, বেঙ্গল ট্যাক্স অ্যান্ড মাল্টিপারপাস সার্ভিসেস লিঃ, হাসান মালিক এসকিউ, সোনালী ইনশিওরেন্সও এজেন্সী, আপন এসোসিয়েটস ও গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস। এছাড়াও ঝলক দত্ত, মুহাম্মদ আবুল বাশের, দিলদার হোসেন, কসমিকো যাবতীয় খেলাধুলার পৃষ্ঠপোষকতায় ছিলেন।

আকর্ষনীয় লটারীতে ছিল ১ম পুরস্কার: আইফোন আপেল ১৫, সৌজন্যে- অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। ২য় পুরস্কার: ৬৫” টেলিভিশন”-সৌজন্যে- গোল্ডেন প্যালেস ক্যাটারিং সার্ভিস), ৩য় পুরস্কার: রোবট ভ্যাকুয়াম অ্যান্ড মপ, সৌজন্যে- হারুন আলী, সোনালী ইন্স্যুরেন্স এজেন্সি; ৪র্থ পুরস্কার: ল্যাপটপ, সৌজন্যে- ময়নুল ইসলাম, মেগা হোম রিয়েলটি; ৫ম পুরস্কার: ল্যাপটপ- সৌজন্যে মঈন চৌধুরী- অ্যাটর্নি এট ‘ল’, ৬ষ্ঠ পুরস্কার: ৪০” এইচডি টিভি-সৌজন্যে-আতিকুল ইসলাম জাকির, ফাস্ট এইড হোম কেয়ার; ৭ম পুরস্কার: রাইস কুকার, সৌজন্যে-কসমিকো; ৮ম পুরস্কার: রাইস কুকার, সৌজন্যে-কসমিকো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT