 
																
								
                                    
									
                                 
							
							 
                    শ্রীমঙ্গল প্রবীণ হিতৈষী সংঘ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের যৌথ উদ্যোগে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বিনামূল্যে দিনব্যাপী এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার, ৮ ডিসেম্বর’২৪ অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা কেন্দ্রে বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. ইফফাত জাহান তানিয়া, ডা. মিথিলা, ডা. আব্দুল মান্নান, ডা.অঞ্জন দেবনাথ, ডা. আব্দুল বাতেন তালুকদার দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।
চক্ষু সেবা কেন্দ্রে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ১৫০ জনকে বিনামূল্যে ঔষদ প্রদান করে ৮৭ জন’কে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল নেয়া হয়।
প্রবীন হিতৈষী সংঘের সদস্য সচিব মোঃ কাওছার ইকবাল বলেন, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল ও সবার আন্তরিক সহযোগিতায় এবং শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশন অন আমেরিকা ইনক এর আর্থিক সহযোগিতায় অন্যান্য বারের ন্যায় এবার ৪র্থ বারের মত চক্ষু শিবিরের আয়োজন করেছি। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের উৎসাহ ও সর্বাত্বক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও শান্তি শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত ছিল, শ্রীমঙ্গল সরকারি কলেজের বিএনসিসি, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধ শতাধিক সদস্য স্বেচ্ছাসেবকের দ্বায়িত্বে নিয়োজিত ছিল।
সেবাকেন্দ্র পরিচালনায় ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের অধ্যাপক কৃষ্ণ লাল কালোয়ার, সৈয়দ সাইফুল ইসলাম ফুয়াদ, আব্দুর রউফ তালুকদার, এসএনএম ওয়াহিদুজ্জামান, রফি আহমদ চৌধুরী, মোঃ কাওছার ইকবাল, সুদর্শন শীল, বিজন দেব, সাইফুল ইসলাম, অজিত বৈদ্য, রনজিত রায় রন, রহিমা বেগম, সৈয়দ সায়েদ আহমেদ, মাওলানা আখলিস উদ্দিন, হাবুল দত্ত, নাজমুন নাহার লাভলী, পংকজ সরকার, মো: আল আমিন, জুয়েল কিবরিয়া প্রমূখ।