বাংলাদেশে আসন্ন জাতীয়সংসদ নির্বাচনে
কোন পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
আগামী ১২ ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ কোন পর্যবেক্ষক পাঠাবে না। এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সরাসরি ‘না’ সূচক জবাব দেন। তিনি বলেন- ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন(মেন্ডেট) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না।’
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করে না।
গত সোমবার(৫ ডিসেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত সংবাদ বিবরণে(প্রেস ব্রিফিং) এই তথ্য জানানো হয়।
স্টিফেন ডুজারিক বলেন, ‘সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন(ম্যান্ডেট) ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন আর এটি করি না।’ অবশ্য তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে জাতিসংঘের দেশীয় দফতর(কান্ট্রি অফিস) কারিগরি সহায়তা দিয়ে থাকে। এবারের নির্বাচনে এ ধরনের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, জানতে চাওয়া হলে তা পরবর্তীতে জেনে জানাবেন বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ বিবরণে(ব্রিফিংয়) দুজারিক আরও বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের উপর আন্তর্জাতিক মহলের সতর্ক চোখ রয়েছে।