নুরেমবার্গ শহরের পশ্চিমে
সুরিখানায় বোমা বিষ্ফোরণ" />
মুক্তকথা: সোমবার ২৫শে জুলাই ২০১৬।।
৯জন হত্যার শোক-হাহাকার শেষ হবার আগেই ফের গুলি ও হত্যা!
বেভারিয়ার (জার্মানী) পুলিশ ও অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ডিডব্লিউ জানাচ্ছে আজ রোববার দিনগত রাতের প্রথমদিকে ‘ইউজেনস ওয়েন্সটিউব’ নামক একটি সুরিখানায় বোমার বিষ্ফোরণে একজন মারা গেছেন ও ১০জন মারাত্মক জখম হয়েছেন। অনুমান করা হচ্ছে বিষ্ফোরণটি উদ্দেশ্যমূলক।
বিষ্ফোরণের শহরটির নাম ‘আন্সবেক’ যাহা নুরেমবার্গ শহর থেকে কিছুটা পশ্চিমদিকে অবস্থিত। ওখানকার সময় রাত ১০টার পরে বিষ্ফোরণটি সংগঠিত হয়। একটি সুর-বাদ্যের উৎসব যা বিষ্ফোরণ ঘটনার কাছাকাছি অনুষ্ঠানের কথা ছিল তা বাতিল করা হয়েছে।
এর আগে গত শুক্রবার মিউনিক শহরে এক কিশোর বয়সি ছেলের গুলিতে ৯জন নিহত ও ১৬জন আহত হয়। ওই ঘটনাটি ঘটে মিউনিকের সময় বিকাল ৬টার দিকে।