1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ন্যাপ নেতা প্রয়াত আব্দুল হান্নানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত - মুক্তকথা
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ভ্রমনপিপাসুদের উপচে পড়া ভিড়ে কমলগঞ্জ জামায়াত নেতার উপর দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা

ন্যাপ নেতা প্রয়াত আব্দুল হান্নানের ১ম মৃত্যুবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৬৪২ পড়া হয়েছে
ন্যাশনেল আওয়ামী পার্টির প্রেসিডিয়াম সদস্য, সিলেট জেলা ন্যাপের সভাপতি প্রয়াত আব্দুল হান্নান-এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হলো লণ্ডনে। এ উপলক্ষ্যে পূর্বলণ্ডনের ব্রিকলেনের কাছে ‘মাইক্রোবিজনেস সেন্টার’-এ গতকাল সন্ধ্যা ৭ঘটিকার সময় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় প্রয়াত আব্দুল হান্নান-এর ঘটনাবহুল রাজনৈতিক জীবন নিয়ে সর্বমোট ত্রিশজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

সকল বক্তাই প্রয়াত আব্দুল হান্নানকে সিলেটের কিংবদন্তীর স্বচ্ছ রাজনীতিক বলে অভিহিত করে তার কর্মচঞ্চল বাম রাজনৈতিক জীবনের অসংখ্য মনোমুগ্ধকর ঘটনা ও কাহিনীর উল্লেখ করেন। বক্তাগন আব্দুল হান্নানকে বাঙ্গালী জাতীয় জীবনের এক অনুস্মরণীয় ব্যক্তিত্ব উল্লেখ করে তার স্মৃতিকে অম্লান রাখার জাতীয় উদ্যোগ নিতে সিলেটের স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে অন্ততঃ পারিবারিক পরিসরে “আব্দুল হান্নান স্মৃতি ট্রাস্ট” গঠনের আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিক সুলতান মোহাম্মদ শরিফ, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হান্নানের জামাতা সৈয়দ সাজিদুর রহমান ফারুখ।

 

দাঁড়িয়ে এক মিনিটের নীরবতা। ছবি: মুক্তকথা

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এডভোকেট ও সাংবাদিক মুক্তিযোদ্ধা হারুনূর রশীদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট রাজনীতিক আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, বিশিষ্ট রাজনীতিক ডাঃ মোখলেছুর রহমান, যুক্তরাজ্য ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তাফা কামাল ইয়াকুব, যুক্তরাজ্য জাতীয় সমাজতান্ত্রিক দলের সহসভাপতি মুজিবুল হক মনি, কবি ও লেখক মাসুক ইবনে আনিস, আলীমুজ্জামান, এডভোকেট আব্দুল করিম, সাবেক ডেপুটি মেয়র আব্দুস শহীদ, সৈয়দ জামাল নাসের, তারিক আহমদ, পাটিলি-এর সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, শফিক আহমেদ, আব্দুল বাসিত, মাহবুব আহমদ, আমিনুল হক জিলু, সৈয়দ রকিব, জুবায়ের হোসেন, সরোয়ার কবির, সৈয়দ বেলাল আহমদ, মাহমুদ আলী, সালেহ আহমেদ, মোস্তাফা কামাল ইয়াকুব, সামশুল হক চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।
সভার সভাপতি আব্দুল আজিজ ময়না, অজানালোক প্রয়াত আব্দুল হান্নানের চিরশান্তি কামনা করে দোয়া পরিচালনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভার শেষে সকল অতিথিগনকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT