পঞ্চাশ-ষাট দশকের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় চান্দ মিয়া আর নেই
বিশেষ প্রতিনিধি॥
-
প্রকাশকাল :
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
-
৭১৭
পড়া হয়েছে
পঞ্চাশ-ষাট দশকের ফুটবল খেলোয়াড় খুশহাল পুরের আব্দুল ওয়াহিদ(চান্দ মিয়া) আর নেই। গতকাল ২৯ নভেম্বর মঙ্গলবার লণ্ডনের চেরিংক্রস হাসপাতালে দিন বেলা ৩-৫৫মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। স্ত্রী ও ছেলে-মেয়ে সহ বহু নাতি-নাতনি রেখে গেছেন। |
প্রয়াত আব্দুল ওয়াহিদের জন্ম ১৫মার্চ ১৯২৭ইং সনে মৌলভীবাজার জেলার আমতৈল ইউনিয়নের খুশহাল পুর গ্রামে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় ও কাশীনাথ আলাউদ্দীন উচ্চ বিদ্যালয় দু’টোতেই তিনি লেখা পড়া করেছেন। ফুটবল ছিল তার খুবই প্রিয় খেলা। তিনি ‘সাউথসিলেট মোহামেডার্ন’ ও ‘টাউনক্লাব’এর হয়ে বহু খেলায় কৃতিত্বের ছাপ রেখে গিয়েছেন। |
স্ত্রী ও ছেলেদের সাথে প্রয়াত আব্দুল ওয়াহেদ। ছবি: শামীম |
২ডিসেম্বর শুক্রবার জুমা নামাজের পর পূর্ব লণ্ডনের ‘হুয়াইট চ্যাপেল মসজিদ’এ তার জানাজার নামাজের পর ‘গার্ডেন অব পিস’এ তাকে সমাহিত করা হবে। |
সে সময়ের দক্ষিন সিলেট বর্তমানের মৌলভীবাজারে তিনি ছিলেন অপ্রতিদ্বন্ধী ফুটবল খেলোযাড়। আজ থেকে ৫বছর আগে আমাদের সুযোগ হয়েছিল তার সাথে কাছাকাছি বসে আলাপ করার। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। |
|
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন
এ জাতীয় সংবাদ