1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য নিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য নিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন

বিশেষ প্রতিনিধি॥
  • প্রকাশকাল : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৪ পড়া হয়েছে

বিগত পাঁচ বছরে অর্থ্যাৎ ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জিত সাফল্য নিয়ে প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

সোমবার(২৩ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এই মোড়ক উন্মোচন করা হয়। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী হওয়ার পর ৩টি বিষয় নিশ্চিত করার চেষ্টা করেছি। ইকোনমিক ডিপ্লোমেসি, পাবলিক ডিপ্লোমেসি এবং রিজিউনাল পিস অ্যান্ড স্ট্যাবিলিটি।’

আব্দুল মোমেন বলেন, প্রত্যেকটি মিশনে আমি বঙ্গবন্ধু কর্ণার চালু করেছি। এই কর্ণার আমাদের অর্থনৈতিক সাফল্য দেখাবে। বাংলাদেশ সম্পর্কে অনেকের ধারণা সুস্পষ্ট না। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অনেকের ধারণা স্পষ্ট না। বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশ গণতন্ত্র, জাস্টিস, মানবাধিকারের জন্য জীবন দেয়া নাই। বঙ্গবন্ধু কর্ণার দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করবে।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে যে কাজগুলো আমরা করেছি তা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি মেনেই করা হয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এই নীতি আমাদের জন্য হাতিয়ার। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সব চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছি।

 

 

শেখ হাসিনার সরকার ফরেন সার্ভিস একাডেমি স্থাপন করে দিয়েছে। ডি-৮ এর কূটনীতিকদের ট্রেনিং করার ব্যবস্থা এই ফরেন সার্ভিস একাডেমিতে করা হয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ থেকে প্রায় ৪ হাজার মাইল দূরে ফিলিস্তিন। তবুও আপনারা আমাদের প্রতিবেশি। আপনারা যখন ফিলিস্তিনির পক্ষে জোরে চিৎকার করেন। সেই আওয়াজ আমাদের কাছে পৌঁছায়।’

তিনি বলেন, আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, পরিবারের সদস্যদের মেরে ফেলা হচ্ছে। সেই গল্পগুলো সঠিকভাবে আসে না। যেখানে পশ্চিমারা ইসরাইলের পক্ষ নিচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন।

আমরা শেখ হাসিনার প্রতি গর্বিত। তিনি তার অনুভূতি অবস্থান এবং তার ভালোবাসা ফিলিস্তিনের জন্য প্রদর্শন করেন, এ জন্যে আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।

এসময় আব্দুল মোমেন বলেন, ফিলিস্তিনে যা চলছে তা কোনো যুদ্ধ না, তা গণহত্যা। সেখানে শিশু গণহত্যা হচ্ছে। গণহত্যার কথাগুলো সঠিকভাবে আসতে হবে। এখন যেই খাবার দেয়া হলো তা পরবর্তিতে আরও দরকারি জিনিসসহ পাঠানো হবে বলেও জানান তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT