1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পশুদ্রোহ - মুক্তকথা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

পশুদ্রোহ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা।
  • প্রকাশকাল : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৩ পড়া হয়েছে

শিয়ালের বিদ্রোহ! একটি শিয়াল প্রান দিয়েছে।
কারণ কেউ জানেনা

কামড়ে শিয়াল ১৬জনকে আহত করেছে


গেলো ২৪ঘন্টায় একটি শিয়াল ১৬জন মানুষকে কামড়ে দিয়েছে। ঘটনায় মনে হয়েছে শিয়াল যেনো কোনো কারণে মানুষের বিরুদ্ধে দ্রোহ ঘোষণা করেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত ১২ঘন্টায় শিয়ালের কামড়ে ১৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হঠাৎ করে দু’টো শিয়াল মানুষের প্রতি কেনো এমন আচরণ করে গেলো তা অবশ্য কেউ বলতে পারেন না। তবে একটি নিরীহ শিয়ালকে মেরে ফেলা হয়েছে!

গত মঙ্গলবার(৪ নভেম্বর) থেকে বুধবার পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া (ফটকি) এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন, টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম(৪০), লুবনা বেগম(১৬), মো. আ. জলিল(৪০), আ. মোমেন(৩০), পিয়ারা বেগম(৬০); শংকরসেনা গ্রামের আমেনা বেগম(৩০), নুরে আলম ফেরদাউস(১৩), মামুন মিয়া(২৫), রাহিদ মিয়া(১০), রেহেনা আক্তার(২০), হোসাইন আহমদ(১৩), সুমন মিয়া(২৩), মো. আতিকুল(২১), নাঈম মিয়া(১৭); সাইটুলা গ্রামের রনি কুর্মি(২১) এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম(৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে দুটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে পথচারীদের ওপর আক্রমণ চালায়। ফটকি গ্রামের বাসিন্দারা একটি শিয়ালকে ধরে মেরে ফেলেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, শিয়ালের কামড়ে আহত ১৬ জন হাসপাতালে এসেছিলেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT