চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ: ছাতকে পৃথক পৃথক সংঘর্ষে মোট ২০জন আহত হয়েছেন। সোমবার দুপুরে জাউয়া ইউপির খারাই গ্রামে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত উজ্জল মিয়া (৩৩), ফয়জুল মিয়া(৩৫) ও মাজু বেগম (৩০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খারাই গ্রামের আলতাব আলীর সাথে একই গ্রামের ইসকন আলীর জমি নিয়ে বিরোধের একপর্যায়ে দু’পক্ষের কথা কাটাকাটির জের ধরে ইসকন আলীর উপরে হামলায় প্রতিপক্ষের ৪জন আহত হয়।
এদিকে নোয়ারাই এলাকায় রোববার কাছাব আলী ও বাদল মিয়ার ওপর সংঘর্ষে নারীসহ অন্তত ১৫জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কাছাব আলী, জামিল আহমদ ও বানেছা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে রোববার রাতেই কামিল মিয়া বাদি হয়ে ২১জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।