নির্বাচিত মেয়র ফজলুর রহমান।
কোন ধরণের বিভ্রাট না ঘটিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে, গত শনিবার, ৩০ জানুয়ারি সম্পন্ন হয়ে গেলো মৌলভীবাজার পৌরসভার ভোট। এবারের ভোটে এই প্রথম, মাসুদ আহমদ বিনা প্রতিদ্বন্ধিতায় কাউন্সিলর নির্বাচিত হলেন। বাদবাকী ৮টি ওয়ার্ডেই খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলে। ৯ নম্বর ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত কাউন্সিলর মাসুদ আহমদ বিগত পরিষদেও নির্বাচিত হয়ে এসেছিলেন। মাসুদ আহমদ তার নিজের এলাকায় খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব।
চেয়ারমেনসহ মোট নির্বাচিত কমিশনার হলেন সর্বমোট ১৩জন।
বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নির্বাচনের আগের দিন মারামারির কারণে বিএনপি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেয়। ফলে, এককভাবে আওয়ামীলীগের প্রার্থী ছাড়া নির্বাচনে অন্য কোন সংগঠন বা প্রার্থী ছিল না।
মহিলাদের জন্য সংরক্ষিত আসনে ৬জনের মধ্যে ৩জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে জাহানারা বেগম সকলের চেয়ে বেশী ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন মোট ৩,০৫৫ভোট। বিএনপি মনোনীত তিনিই একমাত্র প্রার্থী হিসেবে পৌর সংসদে থাকবেন। লক্ষ্য করার বিষয়, সংরক্ষিত আসনের ৩জন মহিলার মধ্যে জিম্মি আক্তার নামে একজন স্বতন্ত্র কমিশনারও রয়েছেন।
নির্বাচিত কমিশনারদের মধ্যে সবচেয়ে বেশী ভোট পেয়েছেন শহরের ১নং ওয়ার্ডের পার্থ সারথী পাল। তিনি পেয়েছেন ১৬৬৪ ভোট।
কোন প্রতিদ্বন্ধী বা বিরোধী পক্ষ ছাড়াই নির্বাচন হয়েছে। বলাযায় বিরোধী পক্ষ না থাকায় নির্বাচন হয়েছে খুবই শান্তিপূর্ণ। কোনভাবেই কোন জাল-জালিয়াতির প্রয়োজনই হয়নি। সাধারণ মানুষও কোন নেতিবাচক কর্মে যাওয়ার প্রয়োজন অনুভব করেনি।
সবকিছু মিলিয়ে, মৌলভীবাজার পৌর নির্বাচন ছিল শান্তিপূর্ণ নির্বাচন। সাধারণ মানুষ এক সুন্দর শান্তিময় ভবিষ্যতের আশা রাখে।
|