1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
পৌরসভা নির্বাচন : রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুর - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

পৌরসভা নির্বাচন : রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুর

আব্দুল ওয়াদুদ
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ পড়া হয়েছে

হামলার পর রেস্তোরাঁর দশা। ছবি: মুক্তকথা

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনকে নিয়ে মারামারি, সংবাদ সম্মেলনে পাহাড়সম অভিযোগ। রেস্তুরাঁয় ঢুকে বিএনপি নেতাদের উপর হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।
আমাদের প্রতিনিধি লিখছেন, মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয় ধানের শীষের মেয়র প্রার্থী অলিউর রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগ শেষে দলীয় নেতারা হোটেলে বসে চা খাওয়া অবস্থায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ ও যুবলীগ’এর বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। লিখিত বক্তব্যে ধানের শীষ প্রার্থী অলিউর রহমান বলেন, গেল বুধবার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান’র নেতৃত্বে পৌরসভার ৭নং ওয়ার্ডে গণসংযোগ চলাকালীন সময়ে শিমুল, সাইফুর রহমান রনি, মাহবুব ও আমিনের নেতৃত্বে ৩টি মোটর সাইকেলে গোলযোগের ভেতর দিয়ে বিকট শব্দে ঢুকার চেষ্টা করে। পরবর্তীতে তাদের নেতৃত্বে শহরের শাহমোস্তফা সড়কের ইসমাইল বিরিয়ানী হাউজে ঢুকে ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মীরা বিএনপি নেতাদের উপর হামলা চালায়। ওই হামলায় বিএনপি’র মাহমুদুর রহমান ও শামিম আহমদসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। এসময় ওই রেস্টুরেন্ট ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।
এ ঘটনার সময় আমাদের নেতারা রেস্টুরেন্টরে পিছনের দরজা দিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন। পরবর্তীতে তারা সাবেক বিএনপি নেত্রী বেগম খালেদা রব্বানীর বাসাসহ আরো বেশ ক’টি বাসার সামনে ফাঁকা গুলি ছুড়ে।
অলিউর রহমান বলেন, এই রূপ পরিস্থিতিতে মৌলভীবাজার পৌরসভা মেয়র নির্বাচনের আর কোন পরিবেশ নাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত হলে আমি বিজয়ী হবো এই ভেবে তারা এরূপ আচরণ করছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এসকল সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান তিনি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT