মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা “প্রচেষ্টা”র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ চা বাগান খাতে নেতৃত্বের মাধ্যমে চা বাগান কর্মীদের ক্ষমতায়ন বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রচেষ্টার প্রজেক্ট কো অর্ডিনেটর রবীন্দ্র যাকোব ত্রিপুরার সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, প্রচেষ্টা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির কল্যানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চা বাগানের কিশোর -কিশোরীদের নেতৃত্ব তৈরী, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন তার মধ্যে অন্যতম। প্রচেষ্টার সমাজকল্যাণমূলক কাজগুলো অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রচেষ্টার প্রোগ্রাম কো অর্ডিনেটর মুক্তা রানী দেব। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুননাহার পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউসুফ মিয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য গৌরি রানী কৈরি, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সুনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি প্রশান্ত কৈরি প্রমুখ।
জানা যায়, অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে কমলগঞ্জ উপজেলার আলীনগর, সুছড়া, বাঘিছড়া, শমসেরনগর, কানিহাটি, দেওছড়া চা বাগানে প্রচেষ্টার কার্যক্রম চলমান রয়েছে।
শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শনে বিশিষ্টজনেরা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানেরপাড় এলাকায় অবস্থিত শমশেরনগর জেনারেল হাসপাতাল সাম্প্রতিক সময়ে পরিদর্শন করেছেন বিশিষ্টজনেরা।
রবিবার(৩০ ডিসেম্বর) দুপুরে শমশেরনগর হাসপাতাল পরিদর্শনে আসেন রাজধানী ঢাকার রোজ সোয়েটার’স লিমিটেডের প্রোডাকশন ডিরেক্টর, শমশেরনগরস্থ দৌলতপুর গ্রামের কৃতিসন্তান, হাসপাতাল প্রতিষ্ঠালগ্নের বিশিষ্ট দাতা মোবারক হোসাইন। এসময় তাঁকে হাসপাতাল কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি ঘুরে ঘুরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম অবলোকন করেন।
পরিদর্শনকালে মোবারক হোসাইন বলেন, ব্যস্ততার জন্য নিয়মিত যোগাযোগ করতে পারিনা। তবে আমাদের হাসপাতাল কমিটির যে আন্তরিকতা আছে তাতে বলা যায়, ইনশাআল্লাহ অচিরেই আমাদের সবার স্বপ্ন পরিপূর্ণরূপে বাস্তবায়িত হবে।
এদিকে এদিন সকালে হাসপাতাল পরিদর্শন করেছেন একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শমশেরনগরের কৃতিসন্তান মানিক শিকদার। এসময় তাঁর সহধর্মিনী একুশে টেলিভিশনের নিউজরুম এডিটর মাসুমা লিসা, পিতা হনিফ শিকদার সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সাথে ছিলেন। তারা হাসপাতাল এসে পৌঁছালে, তাদেরকে কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তারা ঘুরে ঘুরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম অবলোকন করেন।
মানিক শিকদার এক প্রতিক্রিয়ায় বলেন, মানবকল্যাণে ব্রত কিছু মানবদরদী মানুষের উদ্যোগ, অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগে তিলতিল করে গঁড়ে উঠছে স্বপ্নের প্রতিষ্ঠান। ব্যক্তি উদ্যোগ এখন আর ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই। ধর্ম-বর্ণ দল-মত নির্বিশেষে প্রাণের বন্ধন এখন দৃশ্যমান। ইতিমধ্যেই স্বল্প পরিসরে শুরু হয়েছে চিকিৎসা সেবা। সব কাজ শেষ হলে এই হাসপাতালটি শমশেরনগর তথা সিলেট অঞ্চলের চিকিৎসা সেবায় অনন্য অবদান রাখতে পারবে। স্বল্প ব্যয়ে সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে বদ্ধ পরিকর শমসেরনগর হাসপাতাল।
অপরদিকে, রবিবার(২৯ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সদ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ ইউ কে সিনহা শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে ডাঃ ইউ কে সিনহা বলেন, স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের সেবায় শমশেরনগর হাসপাতাল নিয়োজিত দেখে ভালো লাগলো। হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, ডাঃ ইউ কে সিনহা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার সাথে জড়িত ছিলেন। শমশেরনগরের মতো গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবার প্রয়োজন ও সমস্যা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা বাস্তব। তাই উনার পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, মঙ্গলবার(২৪ ডিসেম্বর) বেলা ১টায় হাসপাতাল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলার রাউৎগাঁও এর কৃতিসন্তান বৃটেন প্রবাসী খন্দকার আব্দুল করিম নিপু। এসময় তাঁর ছোট ভাই টিপু খন্দকার সহ এক মামা সাথে ছিলেন। তারা হাসপাতাল চত্ত্বরে এসে পৌঁছালে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দরা অতিথিদেরকে আন্তরিকভাবে গ্রহণ করেন।
অতিথিরা হাসপাতাল ভবনে প্রবেশ করে প্রতিটি কক্ষ এবং সেটআপ পর্যবেক্ষন করেন। পরে নির্মাণাধীন শমশেরনগর হাসপাতাল আলেয়া জামান মসজিদ সহ পুরো ১৫১ শতক জমি ঘুরে দেখেন।
এরপর শমশেরনগর হাসপাতাল অফিস কক্ষে আলোচনাকালে পরিদর্শন সম্পর্কে খন্দকার আব্দুল করিম নিপু প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি হাসপাতালের এ অগ্রগতি, কর্মতৎপরতা, পরিচ্ছন্ন পরিবেশ ও চিকিৎসক সহ মেডিকেল টিমের আন্তরিকতায় মুগ্ধ হয়ে আরও ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।
এসময় হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম, সভাপতি মণ্ডলীর সদস্য মোঃ আব্দুস শহীদ, সহকারী সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন, জনসংযোগ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী মুকুল, প্রকৌশল বিষয়ক সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, আবুল লেইছ সহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।
মাসের শুরুতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় শমশেরনগর হাসপাতাল ফজলুর রহমান ফ্লোর ২য় তলা ভবন পরিদর্শন করেন সাবেক পুলিশ সুপার কাওছর আহমদ কবীর হায়দরী, বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ফারুক আহমেদ হায়দরী, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওয়াহিদ, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, নোমান আহমেদ হায়দরী ও এখলাছ আহমদ হায়দরী প্রমুখ।
এসময় হাসপাতাল কমিটির নির্বাহী সহ-সভাপতি মুজিবুর রহমান রঞ্জু, সদস্য সচিব আব্দুস সালাম, সহকারী সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন সহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফ এবং বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিথিদের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান ও শিরনী বিতরণ করা হয়।