1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রখ্যাত খোকা কীর্তনীয়ার পরলোকগমন - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

প্রখ্যাত খোকা কীর্তনীয়ার পরলোকগমন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২ মার্চ, ২০১৮
  • ১১১৪ পড়া হয়েছে

কীর্তন শিল্পী খোকা দে। ছবি: ফেইচবুক, কবি পুলক কান্তি ধর

মৌলভীবাজার।।  বৃহত্তর সিলেটের সনাতনি সমাজের প্রায় সকলেই তাকে এক নামে চিনতো। সনাতম ধর্মীয় সংগীতই ছিল তার জীবনের ব্রত। এই সেই ধর্মীয় সংগীত সকল সনাতনিদের কাছে যা কীর্তন বলেই বহুল পরিচিত। বৃহত্তর সিলেটের এমন কোন আখড়া, মন্দির বা কালিবাড়ী নেই যেখানে খোকা দে কীর্তন পরিবেশন করেননি। শ্রীহট্টের বাহিরেও বহু জেলা উপজেলায় তিনি কীর্তনগান করেছেন। তার সুপরিচিত কন্ঠে সেই ধর্মীয় সংগীত শ্রোতামনে ভিন্ন এক আবেগের জন্ম দিত।
সেই কীর্তন গায়ীয়ে খোকা দে আজ ২রা মার্চ তিনির নিজবাড়ী মৌলভীবাজারের রাজনগর উপজেলার পঞ্চসরে দেহত্যাগ করেছেন। বিশিষ্ট এই কীর্তনীয়ার মূল নাম বিমল কান্তি দে(খোকা কীর্তনীয়া)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর বলে কবি পুলককান্তি ধর তার ফেইচবুকে লিখেছেন। আজ শুক্রবার ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কীর্তন গায়ক হিসেবে তার জনপ্রিয়তা জেলার বাহিরেও ছড়িয়ে গিয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT