1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রধানমন্ত্রীর ঈদ উপহার ॥ এ জেলায় নতুন ঘর পেলেন ৪৯৫জন - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ॥ এ জেলায় নতুন ঘর পেলেন ৪৯৫জন

পর্যটন প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ১১১২ পড়া হয়েছে
মৌলভীবাজার, ২৬ এপ্রিল, ২০২২ইং

৩য় ধাপে আশ্রয়ণ প্রকল্প—২ এর আওতায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মৌলভীবাজারে মোট ৭৭৯টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছে। ২৬ এপ্রিল(মঙ্গলবার) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বাসগৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। পরে মৌলভীবাজার জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪৯৫টি ভূমি ও গৃহহীন পরিবারের হাতে বাস গৃহের কবুলিয়ত দলিল তুলে দেওয়া হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার—হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরিনা রহমান প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

জেলা প্রশাসক অফিস সূত্রে জানাযায়, মৌলভীবাজার সদর উপজেলায় ১৮২টি, রাজনগরে ৪৫টি, কুলাউড়ায় ৯৭টি, জুড়িতে ৩৫টি, বড়লেখায় ৩৬টি, কমলগঞ্জে ৫০টি শ্রীমঙ্গলে ৫০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ঘর দেওয়া হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT