-মুহিবুর রহমান মানিক এমপি
‘আতাউর রহমান আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে লন্ডন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাবিনা আক্তারকে সংবর্ধনা দেয়া হয়েছে ছাতকে। এসময় ট্রাষ্ট্রের পক্ষ থেকে এতিম-গরিব ছাত্রদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ি কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, প্রবাসিরা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অন্যতম অংশিদার। তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকেও দেশকে ভালোবাসেন। দেশের কল্যাণে কাজ করেন। দেশের যেকোন দুর্যোগকালে তারা এগিয়ে আসেন বন্ধু সুলভ মানসিকতা নিয়ে। দেশের প্রত্যেক গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেও প্রবাসীদের ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাদের এ অবদান কখনো ভূলার নয়।
তিনি বলেন, এদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসিদের ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক সাফল্য ও ধারাবাহিক প্রবৃদ্ধির মূলেই রয়েছে তাদের অবদান। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রবাসিদের ভূমিকাও গর্ব করার মতো। শুধু অর্থনৈতিক উন্নয়নের লক্ষেই নয়, পৃথিবীর বুকে দেশের ভাবমূর্তি উজ্জল করতে প্রবাসীরা স্ব-স্ব অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার ১২জানুয়ারি বিকালে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর পয়েন্টে ট্রাস্টের প্রতিষ্টাতা আতাউর রহমান আনসারের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন সম্পাদক নাজির হোসেন লাহিনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, লন্ডন টাওয়ার হ্যামলেট্সের স্পিকার সাবিনা আক্তার। সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, নিজাম উদ্দিন, আরজক আলী, ফজর আলী, আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন সম্পাদক এড. আশিক আলী, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউপি আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, চরমহলা ইউপি আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল হক, কালারুকা ইউপি আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, ভাতগাও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমূখ।
সভাশেষে গরিব এতিম ছাত্রদের মধ্যে আতাউর রহমান আনসার ট্রাস্টের উদ্যোগে পোশাক বিতরণ করা হয়।
আলহাজ্ব ইউছুফ আলী এতিমখানা ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ছাতকে। শুক্রবার ১২জানুয়ারি বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে মাষ্টার গোলাম নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্যের হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. নাবিল আল রামাদ্বান।
প্রতিষ্টানের প্রতিষ্টাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসি কমিউনিটি নেতা জয়নাল আবেদীন ও মাওলানা শাহিন আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্টানের পরিচালক বিশিষ্ট কমিউনিটি নেতা মোশাহিদ আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হিউম্যান-রিলিফ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী কাসিম টুকান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহা-সচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, প্রবাসি কমিউনিটি নেতা ও হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের খায়রুল বাশার, মাওলানা মাহমুদুল হাসান, মেহেদী চৌধুরী, নিজার দাহরাম, মুক্তিরগাঁও জামেয়া মোহাম্মদীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমান, গোবিন্দগঞ্জ শাহ ওয়ালী উলাহ ইসলামী একাডেমির প্রিন্সিপাল মাওলানা আখতার হোসাইন, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা কমর উদ্দিন, গড়গাঁও হামিদিয়া মাদরাসার সূপার মাওলানা আমির আলী, সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কাজি মাওলানা আব্দুস সামাদ, উমাইরগাঁও হাফিজিয়া দাখিল মাদরাসা সূপার মাওলানা আহমেদ সফির, শিক আব্দুল মুমিন, নূরুলাপুর দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী আব্দুলাহ, সূপার মাওলানা জাহাঙ্গির আলম, হাজি ইউছুফ আলী এতিমখানা ও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা সূপার মাওলানা ছাদিকুর রহমান, হিফজ বিভাগের প্রধান মাওলানা আব্দুল মুকিত, মাষ্টার আছলম আলী। এসময় উপস্থিত ছিলেন, রামপুর শাহজালাল হাইস্কুলের সভাপতি আমির উদ্দিন, মাষ্টার ইসলাম উদ্দিন, মরতুজ আলী, হাজি জালাল উদ্দিন, আরিফ আলী গেদা, আব্দুন নূর, সুনাহর আলী, হারিছ আলী, আব্দুল হামিদ, সামছু মিয়া, তেরাব আলী, হুশিয়ার আলী, হাছন আলী, আব্দুস ছুবহান, মকরম আলী, কালা মিয়া, জেবুল হোসেন, বেলাল আহমদ, মনির মিয়া, যুক্তরাজ্যের রাসিম টুকেন, নাইজার দাহান, সাইরাহ জাফর, শিরিন নেওয়াজ, ফরিদা মাহমুদ, মেহমুনা মোলাহ, রোকসানা আদাম, কানিজ আলী প্রমূখ।
সভায় মাদরাসার হিফজ সমাপনী বিভাগের ৪জন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দেন ড. নাবিল আল রামাদ্বান। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, শিক্ষার্থী শায়েখ আহমদ। এর আগে ৭৫লাখ টাকা ব্যয়ে এতিমখানা ও মাদরাসার নবনির্মিত দ্বিতল ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. নাবিল আল রামাদনী বলেন, লন্ডনের হিউম্যান রিলিফ ফান্ড বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা প্রসারের ক্ষেত্রে মাদরাসা, স্কুল, মসজিদ, মক্তবসহ বিভিন্ন প্রতিষ্টানে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন শুধু বাংলাদেশেই কাজ করছেনা বিশ্বের প্রায় সবগুলো দেশেই কাজ করে যাচ্ছে।
ছাতক ইসলামিক সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১১জানুয়ারি সোসাইটির চেয়ারম্যান মাওলানা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃটেনের চ্যারেটি অর্গানাইজেশন তথা ‘ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র প্রেসিডেন্ট লোকমান আহমদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, প্রচার সেক্রেটারি এমদাদুর রহমান।
ছাতক ইসলামিক সোসাইটি সেক্রেটারি মাওলানা মখছুছুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন, ভাইস-চেয়ারম্যান অধ্য মাওলানা আব্দুছ ছালাম আল মাদানী, মুহাম্মদ শাহ আলম, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আকবর আলী, মাওলানা ফিরোজ আহমদ, ইঞ্জিনিয়ার নোমান আহমদ, মাওলানা সৈয়দ মনছুর আহমদ, আব্দুল হাই আযাদ ও এডভোকেট মাওলানা সফিউর রহমান।