1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রবাসী ফুটবলার সামিত - মুক্তকথা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

প্রবাসী ফুটবলার সামিত

কাওছার ইকবাল
  • প্রকাশকাল : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৪৮ পড়া হয়েছে

বিশ্বমানের প্রবাসী ফুটবলার নিয়ে বাংলাদেশে ঝড়

সামিতের অপেক্ষায় বাংলাদেশ


দেশের ফুটবলে এখন আলোচনার ঝড় তোলছেন প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরীর পর সামিত সোম এবং কিউবা মিচেলকে নিয়ে চলছে আলোচনা।

বাংলাদেশ জাতীয় দলে প্রবাসী ফুটবলারদের হিড়িক পড়েছে। জামাল ভূঁইয়া, তারিক কাজী ও হামজা চৌধুরীর পর এবার কানাডার সামিত সোম ও ইংল্যান্ডের কিউবা মিচেলকে খেলানোর পরিকল্পনা। ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম তো আছেনই। ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় ম্যাচের আগে আপাতত এই তিনজনকে খেলানোর চিন্তা করেই এগোচ্ছে বাফুফে।

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকের পর বাংলাদেশি বংশোদ্ভুত অনেকেই খেলার আগ্রহ দেখিয়েছেন। তাদের মধ্যে অন্যতম একজন কানাডা জাতীয় দলের খেলোয়ার সামিত সোম। গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তিনি বাফুফের কাছে আগ্রহ প্রকাশ করেন।

বাফুফে ইতোমধ্যেই সামিতের জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছে। এখন পাসপোর্টের প্রক্রিয়া শুরু করবে। সামিতের সময়-সুযোগ অনুযায়ী তার পাসপোর্টের জন্য কানাডা হাইকমিশনকে অবহিত করবে বাফুফে। এসব তথ্য জানিয়েছেন সামিতের প্রক্রিয়া নিয়ে কাজ করা ফাহাদ করিম।

বাফুফের এই সহ-সভাপতি বলেন, ‘আমরা আজ সামিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’

কানাডায় বাংলাদেশ হাই কমিশন যে শহরে অবস্থিত সেখান থেকে দূরে থাকেন সামিত। সেখানে যেতে হলে কোচ ও ক্লাব থেকে ছুটি প্রয়োজন। সেটা তিনি ব্যবস্থা করে বাফুফেকে জানাবেন। তার জন্ম নিবন্ধনের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও নিতে হবে সামিতকে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্ট আবেদনের সময়।

এদিকে আজ আরো একজন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারের সম্মতি পেয়েছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছেন ইংল্যান্ডের অন্যতম ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের খেলোয়ার কিউবা মিচেল। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি। সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে।

One thought on "প্রবাসী ফুটবলার সামিত"

Comments are closed.

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT