শ্রীমঙ্গল প্রেসক্লাব এর পক্ষ থেকে মানবতার সেবায় নিয়োজিত আমেরিকা প্রবাসী শ্রীমঙ্গল বাসীদের সংগঠন “শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক” এর সভাপতি শ্রীমঙ্গলের কৃতি সন্তান মোস্তাক এলাহী চমন, “হৃদয়ে শ্রীমঙ্গল” এর প্রধান নির্বাহী লন্ডন প্রবাসী ও শ্রীমঙ্গলের কৃতি সন্তান মোহাম্মদ আজিজুল হক কায়েস ও উনার ছোট ভাই আমেরিকার প্রবাসী আনোয়ারুল হক বায়েসকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর শ্রীমঙ্গল প্রেসক্লাবে তাদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফজল আব্দুল হাই ডন এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ সালাউদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সাংবাদিক মো, কাওছার ইকবাল, সৈয়দ ছায়েদ আহমদ, সাইফুল ইসলাম, এম এ রকিব, মিজানুর রহমান আলম, রুবেল আহমদ, শামসুল ইসলাম শামিম ও নূর মোহাম্মদ সাগর প্রমুখ সাংবাদিকবৃন্দ।
সংঘবদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার প্রতিবাদ
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাজার ভাঙ্গা, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা-ভাংচুর, মব সংস্কৃতি ও আইনশৃঙ্খলার চরম অবনতির প্রতিবাদে মৌলভীবাজার চৌমুহনায় ২৬ ফেব্রুয়ারী’২৫, বুধবার বেলা ৫টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
![]() |
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর। প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষ মোহন্ত। বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য এড.আবুল হাসান, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা শাখার সংগঠক হৃদয় অধিকার, ছাত্র ফ্রন্ট শহর শাখা সদস্য শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি:- শ্যামল সরকার, সদস্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, শহর শাখা।
‘আমার ভাষায় আমার গল্প’-স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে দুইদিনব্যাপী ‘চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শণ বিষয়ক কর্মশালা’ শেষ হলো। গত শনিবার সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি সমাজকল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
![]() |
মণিপুরি ললিতকলা একাডেমির উপ: পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি শিবানন্দ সিংহ। দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন নাটক ও নাট্য সাহিত্যে বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত কবি ও চলচ্চিত্র নির্মাতা শুভাশিস সিনহা, বিশিস্ট সাংবাদিক চয়ন চৌধুরী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও চলচ্চিত্র শিক্ষক সাজেদুল ইসলাম এবং স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও চলচ্চিত্র শিক্ষক উত্তম কুমার সিংহ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে বিভিন্ন অঞ্চল ও জাতিগোষ্ঠীর মাতৃভাষায় চলচ্চিত্র নির্মাণকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শিশু ও তরুণের বুদ্ধিবিকাশ মঞ্চ ‘সম্পর্ক’ ও মণিপুরি ললিতকলা একাডেমি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করছে। এতে পৃষ্টপোষকতায় রয়েছে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ক’ এবং প্রচারণা সহযোগী দন্ত-স ও সিনেট্রিপ।