মৌলভীবাজার।। অবশেষে আদিত্য মোহন বাগচীকে স্মরণ করতে এগিয়ে এলো রাগরঙ। মনু বিধৌত মৌলভীবাজার অঞ্চলের সঙ্গীতগুরু বলেই প্রয়াত বাগচী খ্যাত ছিলেন গোটা এলাকায়। নিবেদিতপ্রান এ সঙ্গীত গুরু স্বাধীনতা পরবর্তী ৩ যুগেরও অধিককাল ধরে জীবনের শেষাবধি সঙ্গীতের সেবায় নিরলস কাজ করে গেছেন। মৌলভীবাজারের সঙ্গীতপাগলদের কাছে তিনি ছিলেন গুরু আদিত্য বাগচী। তারই স্মরণে সঙ্গীত আকাদেমি ‘রাগরঙ’ এ আয়োজন করে।
প্রয়াত গুরুবাগচী’র স্মরণে ‘রাগরঙ’ সঙ্গীত আকাদেমি আয়োজিত মনোজ্ঞ এ স্মরনিক সভা অনুষ্ঠিত হয় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি হলে আজ মঙ্গলবার ৩রা এপ্রিল। শুরুতেই প্রয়াত সঙ্গীত শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে শোক নিরবতা পালন করা হয়। আলোচনায় সকল বক্তাই মৌলভীবাজারের সংস্কৃতি অঙ্গণে আদিত্য মোহন বাগচী’র অবদানের কথা তুলে ধরেন।আকাদেমির অধ্যক্ষ রনি প্রেন্টিস রয়-এর সভাপতিত্বে আলোচনা করেন লেখক, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, লেখক শিক্ষিকা মায়া ওয়াহেদ, পৌরকমিশনার ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মণোবীর রায়, সাবেক প্রধান “উত্তরণ খেলাঘর” এডভোকেট বিশ্বজিৎ ঘোষ, লেখক নাট্যকার আব্দুল মতিন, উদীচী সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী, সুর নিকেতনের সভাপতি শিবপ্রসন্ন ভট্টাচার্য, সংস্কৃতিজন নির্বেন্দু নির্ধূত, কবি পুলক কান্তি ধর, এডভোকেট কাঞ্চন দাশগুপ্ত প্রমুখ গুণীজন। স্মরণ সভায় স্বাগত ভাষন দেন এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস। উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে নিজ বাড়ীতে আদীত্য মোহন বাগচী দেহত্যাগ করেন।