1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রশাসন টের পাবেনা ভেবে প্রতিদিন ভোর বেলা বালু তুলা হয় - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রশাসন টের পাবেনা ভেবে প্রতিদিন ভোর বেলা বালু তুলা হয়

মৌলভীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৩৩৩ পড়া হয়েছে

কুশিয়ারায় গভীর রাতে আরাও জেলা প্রশাসনের অভিযান

মৌলভীবাজার, ১৩ আগষ্ট ২০২১

মৌলভীবাজারের রাজনগরে কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আবারও অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। নদীতে বালু উত্তোলন হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার ফতেপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর জাহিদপুর ও আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালান রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উর্মি রায়।

জেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মৌলভীবাজার জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। রাজনগর উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছেন মর্মে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রাজনগর থানা পুলিশের সহযোগিতায় কুশিয়ারা পাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্ততি চলছে।

এদিকে গেল মঙ্গলবার উপজেলার কুশিয়ারা নদীর আব্দুল্লাহপুর এলাকায় বালু খেকো লিটন মিয়াকে বালু তুলার সময় তাৎক্ষনিক হাতেনাতে ধরে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উর্মি রায়। এর দুদিন যেতে না যেতেই ওই গ্রুপ একই যায়গায় বৃহস্পতিবার দিবাগত রাতে বালু তুলছে এমন খবর পায় প্রশাসন। পরে গভীর রাতে সেখানে গিয়ে আর কাউকে পাওয়া যায়নি। কোন সূত্র পেয়ে পালিয়ে যায় বালু খেকোরা। জাহিদপুর গ্রামের মাধব চক্রবর্তী বলেন, নদীতে মানুষের আনাগুনা না থাকলে বালুখেকোরা একত্রিত হয়। বিশেষ করে প্রতিদিন ভোর বেলা তারা ওই এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে থাকে। তিনি আরো বলেন, প্রশাসন কিংবা সাংবাদিক আসার খবর পেলে তারা পাশের বালাগঞ্জ উপজেলার হামছাপুরে ড্রেজার সরিয়ে নিজেদের আড়াল করে।
এদিকে রাজনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল শুক্রবার রাতে জানান, নদীতে অবৈধ পথে বালু তুলা হচ্ছে এমন গোপন খবর পেয়ে আমরা সরেজিমে গেলে কাউকে পাইনি। তবে অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT