1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রেমের শহর পেরিসে এখন চলছে চালকবিহীন গাড়ীর মহড়া - মুক্তকথা
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

প্রেমের শহর পেরিসে এখন চলছে চালকবিহীন গাড়ীর মহড়া

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
  • ৩৫৭ পড়া হয়েছে

আপাততঃ ২০০ মিটার দূরত্বের দু’টি স্টপের মধ্যে চলাচল করবে বাস দু’টো।

লন্ডন: রোববার, ১৫ই মাঘ ১৪২৩।। পেরিস শহরের নাম ডাক আজ নতুন নয়। বিভিন্ন দিক থেকেই এই শহর অনেক বিষয়ে বিশ্বের প্রথম কাতারে রয়েছে। প্রথম প্রেমের শহর বলে এর খ্যাতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবার যুক্ত হলো নতুন আরেকটি বিষয়। চালকবিহীন বাসের চলা।

চালক ছাড়াই গাড়ী চালানোর পরীক্ষামূলক চলাচল শুরু করেছে পেরিস শহর। শহরের পূর্বপ্রান্তে অবস্থিত লিয়ন ও দিঅস্টালিজ নামক দুটো ব্যস্ততম রেলষ্টেশনের মাঝে বাস দু’টো চলাচল করবে। ঠিক কতদিন এ পরীক্ষা-নিরীক্ষা চলবে তা জানা যায়নি। তবে শুনা গেছে ৩মাস চলবে এ পরীক্ষা-নিরীক্ষা। দু’টি যাত্রীছাউনীর মধ্যে চলাচল করবে বাস দু’টো এবং প্রতিবারের যাত্রায় ১২জন যাত্রীকে নিয়ে চলবে। পরীক্ষামূলক এই যাত্রায় দূরত্ব অতিক্রম করবে ২০০ মিটার বলে জানা গেছে। চতুষ্কোন আকৃতির বাসের নমুনা তৈরী করেছেন ফ্রান্সের কোম্পানী “ইজিমাইল” যা ১২জন যাত্রীকে নিয়ে চলাফেরা করতে পারবে। গাড়ী দুটো চলবে “using an array of cameras, GPS, lasers and LIDAR (Light Detection and Ranging) technology” ব্যবহারের মাধ্য দিয়ে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT