বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকালে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে সাংবাদিকরা একত্রিত হয়ে বাস যোগে এম আর খান চা বাগান (দার্জিলিং টিলা) পর্যটন স্পটে যান।
মুলত দিনব্যাপী আয়োজিত বনভোজনের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময় ও একসাথে এক স্থানে মিলিত হওয়া। পরে কয়েকটি বিনোদন মূলক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। হাঁড়ি ভাঙ্গা, মিনি গোলবারে গোল দেয়া, মারবেল কুড়াঁনো, মোরগের লড়াই, ঝুঁড়িতে বল প্রবেশ করানো, রশি টানাটানিসহ র্যাফেল ড্র সহ নানা আয়োজন। সব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে চা বাগানের ভেতর রান্না করা হয় সু-স্বাদু মধ্যান্নের খাবার এবং তা সকলে একসাথে পরিবেশন করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক ও বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ও বাসসের জেলা সংবাদদাতা ডাঃ ছাদিক আহমদ, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ আজাদুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার ও ইনকিলাবের জেলা সংবাদদাতা এস এম উমেদ আলী, একাত্তর টিভির সংবাদদাতা আহমেদ ফারুক মিলাদ, দৈনক রুপালী বাংলাদেশ প্রতিনিধি মোঃ শাহজাহান মিয়া, এশিয়ান টিভির সংবাদদাতা মো: মাহবুবুর রহমান রাহেল, কালের কন্ঠের জেলা সংবাদদাতা মো: সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিনিধি এম ইদ্রিস আলী, সমকালের কালের কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের দর্পণের প্রতিনিধি নাজমুল বারী সোহেল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রাজনগরের ইনকিলাব সংবাদদাতা মাওলানা মোহাম্মদ গৌছ।
এখন টিভির প্রতিনিধি এম এ হামিদ ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার, মোঃ আব্দুল ওয়াদুদ, আব্দাল মাহবুব কোরেশী, আব্দুল মুক্তাদির, ময়নুল ইসলাম চৌধুরী, আব্দুল কাইয়ুম, জাকির হোসেন, দুরুদ আহমদ, কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, দেশ রুপান্তর জেলা প্রতিনিধি এম শাহবান রশীদ চৌধুরী অনি, এনটিভি (কুলাউড়া) অনলাইন প্রতিনিধি আশিকুল ইসলাম বাবু, যুগান্তরের কমলগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা, দৈনিক বাংলা ও নিউজ বাংলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদিন, সাংবাদিক সাহাবুদ্দিন শিহাব, এনটিভি (কমলগঞ্জ) অনলাইন প্রতিনিধি আব্দুল আহাদ, এশিয়া নিউজ প্রতিনিধি মোনায়েম খান, মানব জমিন পত্রিকার শ্রীমঙ্গল সংবাদদাতা মো: জামাল আহমদ, শাহরিয়ার খান সাকিব সহ অন্যন্যরা।
সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা সারা বছর কর্মব্যস্ত থাকেন। আজ এই বনভোজনের মাধ্যমে সবাই একত্রিত হতে পেরেছেন। মূলত সাংবাদিকদের ব্যস্ততার মাঝে যাতে সবাই আনন্দ উদযাপন করতে পারেন, সে জন্য মৌলভীবাজার প্রেসক্লাবের বনভোজন ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়। একই সাথে এম আর খান চা বাগান কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ(পূণ্যপাড়া) মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে ২য় বার্ষিক মহোৎসব পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় সার্ব্বজনীন দুর্গাবাড়ি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন পুরোহিত গৌরাঙ্গ চক্রবর্তী।
মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি বীরেন্দ্র কুমার দেব(হরি) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রঞ্জিত অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরভাগ(পূণ্যপাড়া) দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি গোপেন্দ্র দেব চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ দত্ত রেন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধর, আদমপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষক ভূবন মোহন সিংহ, নিরঞ্জন দেব, সমাজসেবক দীপক চন্দ্র দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সুহৃত দেবরায় কাজল, সত্যদেব নিতু, অলক দেব, সুদীপ দেব পিংকু প্রমুখ।
অনুষ্ঠানে মহোৎসব উপলক্ষে হরিনাম মহাযজ্ঞে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী দল ব্রজগোপাল সম্প্রদায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।