লন্ডন: রোববার, ২৫শে অগ্রহায়ণ ১৪২৩।। কলম্বিয়ার প্রেসিডেন্ট স্যান্টস নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করলেন। পিটিআই’র এ খবর অসলো থেকে গতকাল শনিবার ১০ই ডিসেম্বর পরিবেশন করেছে বর্তমান।
কলম্বিয়ায় সরকার ও মাক্সবাদী ফার্ক বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি সিরিয়ার মতো যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলির কাছে মডেল। শনিবার অসলো সিটি হলে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের পর একথা বললেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্টস। উল্লেখ্য, কলম্বিয়ায় দীর্ঘ পাঁচ দশক ধরে চলা এই সশস্ত্র সংঘাতের অবসানে গত ২৪ নভেম্বর এই শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। পাঁচ দশকের এই সংঘাতে মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষের। ৪৫ হাজার মানুষ নিখোঁজ। ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রায় ৭০ লক্ষ মানুষ। স্যান্টস এদিন বলেন, গোটা পৃথিবীতে এখনও যেসব সশস্ত্র সংঘাত জারি রয়েছে, সেগুলির অবসানে কলম্বিয়ার এই শান্তিচুক্তি মডেল হতে পারে। যেসব সংঘাতের সমাধান হওয়া অসম্ভব বলে মনে হয়, এমনকী সিরিয়া, ইয়েমেন বা দক্ষিণ সুদানের মতো সংঘাতগুলিও থামানো সম্ভব বলে এই চুক্তি প্রমাণ দিচ্ছে।