1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ফেনীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - মুক্তকথা
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

ফেনীতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বাম জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮১৩ পড়া হয়েছে

Biswa: আজ ১৭ অক্টোবর, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আহুত ঢাকা থেকে নোয়াখালী দুই দিনব্যাপী(১৬-১৭, অক্টোবর) লংমার্চে ফেনীতে পুলিশের সহায়তায় ছাত্রলীগ ও যুবলীগের দফায় দফায় হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখা বিকাল ৩:৩০ টায় তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায় শুভ।

তাৎক্ষণিক সমাবেশে বক্তারা বলেন, আজ যখন সারাদেশ ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছে সেখানে সরকারি বৈতনিক বাহিনী পুলিশের সহযোগিতায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী বাহিনী নোয়াখালী অভিমুখে লংমার্চ চলাকালে ফেনীতে দফায় দফায় হামলা করে এবং সেখানের মধ্যে আমাদের অনেক আন্দোলনকর্মীরা মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।দেশটা যদি গণতান্ত্রিক হয় তাহলে কেন এই রকম গণতান্ত্রিক আন্দোলনে সরকারি দলের ছত্রছায়ায় বেড়ে ওঠা সন্ত্রাসী বাহিনী লংমার্চের উপর হামলা করে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই লংমার্চে হামলার যথাযথ বিচার নিশ্চিত না হলে জনগণকে মাঠে নেমে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা উচ্ছেদের আহ্বান জানানো হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT