লন্ডন: এমন মূর্খ দায়ীত্বহীন অকালকুষ্মাণ্ডদের সাথে এক পাল্লায় থেকে সুদীর্ঘ ২৪ বছরে আমাদের কিয়দংশও যে পশুচরিত্ররূপ গোবর্ধনে পরিণত হয়নি তা হলফ করে বলা যায় না। অন্তত আমাদের সমাজ সংস্কৃতিতে চলমান কিছু কিছু কাজ দেখে তেমনই ভাবনা হয়। সেই মূর্খ অকালকুষ্মাণ্ডরা কি ধরনের চিজ ছিল নিচে উল্লেখিত ঘটনা থেকেই তা অনেকটা অনুমান করা যাবে। খবরটি প্রকাশ করেছে দৈনিক আজকাল অনলাইন।
আজকাল লিখেছে- একটি কিন্ডারগার্ডেনের শিশু যা জানে, সেটা জানেন না পাকিস্তানের সরকারি আধিকারিক। তাও আবার যে সে বিভাগের আধিকারিক নন, দুবাইয়ে পাক অভিবাসন দপ্তরের কোনও এক আধিকারিককে নিয়ে এখন হাসির ঢেউ উঠেছে গোটা বিশ্বে। লিপ ইয়ার না থাকলে ফেব্রুয়ারি মাসে যে ২৮ দিন থাকে আর লিপ ইয়ার হলে তা ২৯ তারিখেই শেষ হয়, সেটাও ভুলে গিয়েছেন ওই আধিকারিক। দুবাইয়ের পাক দূতাবাসে কেউ একজন ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিলেন। আবেদন মঞ্জুর হয়। মেয়াদ বাড়িয়ে নতুন মেয়াদে তারিখ লেখার জায়গায় ‘২০১৮–র ৩১ ফেব্রুয়ারি পর্যন্ত’ লেখা হয়। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই শুরু হয়ে যায় ব্যঙ্গ। একজন শীর্ষস্তরের আধিকারিক কীভাবে এধরনের ভুল করতে পারেন, তা ভেবে বিস্ময়প্রকাশ করে অনেকে।