বন্যার জলে ভেসে আসা একটি গাড়ী তোলার চেষ্টা চলছে। সোমবার ১৫ অক্টোবরের তোলা ছবি। ছবি-AP Photo/Fred Lancelot
মুক্তকথা সংবাদকক্ষ: হঠাৎ বন্যায় ১৩ জন প্রাণ হারিয়েছেন ফ্রান্সের অদে অঞ্চলে। গুরুতর আহত হয়েছেন ৫ জন এবং নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। বন্যার পানি বাড়তে থাকায় বিশ্বখ্যাত লুভর যাদুঘর বন্ধ রাখা হয়েছে। বিবিসি জানিয়েছে মৃতদের মধ্যে অধিকাংশই জার্মান নাগরীক। ভয়াবহ বন্যায় একটি ভবন ও একটি সেতু ধ্বসে পড়ার খবর জানা গেছে। বন্যায় আটকে পড়া অনেক মানুষ বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।
আরো জানাগেছে যে নিখোঁজদের মধ্যে চার্চের একজন নানও রয়েছেন। গভীর বেদনাদায়ক হলেও তিনি বন্যার পানিতে ভেসে গেছেন, এরকমই ঘটেছে বলে জানা গেছে। বন্যাকবলিত এলাকায় জারি করা হয়েছে লাল জরুরী অবস্থা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে শির্ষবিন্দুসহ বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংস্থা এ খবর প্রকাশ করেছে।
সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রাতের বেলা কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিপাতের কারণেই এই বন্যার সৃষ্টি হয়। গত একশ বছরের বন্যার সকল নমুনা ভেঙ্গে দিয়েছে এবারের ভয়ঙ্কর বন্যা। ফ্রান্সের বিভিন্ন কর্তৃপক্ষের বরাত দিয়ে ভোয়া, বিবিসসহ বিভিন্ন সংবাদ মাধ্যম এমন অবস্থার কথা লিখেছে।
উদ্ধার কাজ চালানোর জন্য ৭০০ জরুরী সেবা কর্মী ও সাতটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।