মৌলভীবাজারের কমলগঞ্জে সুনামধন্য আইটি ইন্সটিটিউট স্কিল শিখন প্রতিষ্ঠানের আয়োজনে কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ১ দিনের ফ্রিল্যান্সিং সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্ছিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, উপজেলা আইসিটি অফিসার রাকিবুল ইসলাম ও কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু।
ইন্সট্রাক্টর জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন স্কিল প্রতিষ্ঠানের সিইও মো ইমাজ উদ্দিন, এম.ডি নূর নবী পাবেল, ইন্সট্র্রাক্টর রাধী চৌধুরী, ইন্সট্রাক্টর মোঃ দুলালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কিল শিখন ব্যবস্থাপনার মূল বক্তব্য হচ্ছে কমলগঞ্জ উপজেলার মানুষকে আইটি শিক্ষায় দক্ষ করে বেকারত্ব দূর করা।
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার(১০মে) দুপুর ১২টায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
![]() |
উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও শমসেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপি’র আহবায়ক অলি আহমদ খাঁন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, ইউআরসির ইন্সট্রাক্টর মো.ইকবাল হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য, জয় কুমার হাজরা, প্রধান শিক্ষক অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজ মোস্তাকিম, ভঁ‚ইয়া রাজন রেজা প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।