মৌলভীবাজার অফিস।। আলো স্বল্পতার কারণে মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় বড়হাট এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মনিরুল বলেন, ‘বড়হাট জঙ্গি আস্তানাটি অন্যান্য জঙ্গি আস্তানার থেকে জটিল। এর মধ্যে আলো স্বল্পতায় অভিযান স্থগিত করা হয়েছে। শনিবার আবহাওয়া ভালো থাকা সাপেক্ষ অভিযান পুনরায় শুরু করা হবে।’
তিনি আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে- এখানে বেশ কয়েকজন জঙ্গি আছে। কারণ ভবনটি দুইতলা এবং এর তৃতীয়তলা নির্মাণাধীন। এমন একটি ভবনে একাধিক জঙ্গি থাকতে পারে বলে আমাদের ধারণা। বড়হাট এলাকার আবুশাহ দাখিল মাদ্রাসা গলির দোতলা একটি বাড়িতে দ্বিতীয় জঙ্গি আস্তানাটি অবস্থিত। গত মঙ্গলবার দিবাগত রাতে বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ। বুধবার ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। বৃহস্পতিবার দিনভর বাড়িটি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া না গেলেও গভীর রাতে গুলি-বিস্ফোরণের শব্দ শোনা যায়।