>লন্ডন: ১৬৪ বছরের ইতিহাস পার করে অবশেষে বন্ধ হয়ে গেল ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ছোটবেলার স্কুল। আলফ্রেড হাইস্কুল নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি গুজরাটের রাজকোটে অবস্থিত।
হিন্দুস্থান টাইমস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ১৮৮৭ সালে ১৮ বছর বয়সে রাজকোটের ওই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন গান্ধী। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, মহাত্মা গান্ধীর স্মৃতিতে সংগ্রহগার তৈরি করা হবে হিন্দি মিডিয়াম এই স্কুলে। এই জন্য জাদুঘর তৈরির উদ্দেশ্যেই স্কুলটি বন্ধ করা হচ্ছে।
ওই স্কুলে বর্তমানে ১২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আগামী সেশনে তাদেরকে অন্যত্র ভর্তির প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা শিক্ষা অফিসার রিভা প্যাটেল।