1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্যপ্রানী সাংবাদিক বিশ্বজিৎ ॥ ট্যাংকলরী পরিবহন শ্রমিক সমাবেশ - মুক্তকথা
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

বন্যপ্রানী সাংবাদিক বিশ্বজিৎ ॥ ট্যাংকলরী পরিবহন শ্রমিক সমাবেশ

শ্রীমঙ্গল থেকে সংবাদদাতা॥
  • প্রকাশকাল : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬ পড়া হয়েছে

‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ পদক পেলেন 

বিশ্বজিৎ ভট্টাচার্য

সেইফ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার(সোয়ান) এর ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার সম্মাননা পেলেন বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের মৌলভীবাজারের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ঢাকার মিরপুরে জাতীয় উদ্ভিদ উদ্যান অডিটোরিয়ামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসাইন তার হাতে এ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

সোয়ানের ওই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরেণ্য ব্যক্তিত্বের মাঝে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ, জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক শওকত ইমরান আরাফাত, চিত্র পরিচালক মেহেদি হাসিব, অভিনেত্রী আইরিন সুলতানা এবং সোয়ানের প্রেসিডেন্ট আদনান আজাদসহ দেশের খ্যাতনামা সব বন্যপ্রাণী আলোকচিত্রী, প্রাণী-গবেষক, প্রাণী-স্বেচ্ছাসেবী এবং আগ্রহী জনসাধারণ।

এছাড়াও দেশের বন-প্রকৃতি ও প্রাণী রক্ষায় নিবেদিত কিছু ব্যক্তিকে সেইভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার (সোয়ান) এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, ‘তানিয়া খান মেমোরিয়াল ওয়াইন্ডলাইফ ফটোগ্রাফার’ এর পুরস্কার জিতেছেন মাহমুদুল বারী। ‘ড. আনিসুজ্জামান মেমোরিয়াল ওয়াইল্ডলাইফ এন্থসিয়াস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন আশিকুর রহমান সামী। সেরা ‘ওয়াইল্ডলাইফ অরগানাইজেশন অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে সেভ দ্য নেচার অফ বাংলাদেশ সংস্থাটি। সেরা ‘ওয়াইল্ডলাইফ জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন। ‘মাদার অফ এনিমেল কেয়ার’ এওয়ার্ড পেয়েছেন নায়লা নাঈম। ‘বেস্ট ওয়াইল্ডলাইফ ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে DOGGO SAGE। ‘বছরের সেরা ওয়াইল্ডলাইফ কনজারভেটর’ (সরকারি কর্মকর্তা) সম্মাননা পেয়েছেন নিগার সুলতানা। জাতীয় উদ্ভিদ উদ্যানের পক্ষে ‘বেস্ট আরবান বার্ড স্যাংচুয়ারি এওয়ার্ড’ সম্মাননা গ্রহণ করেছেন শওকত ইমরান আরাফত। ‘অ্যাম্বাসেডর অফ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি’ সম্মাননা পেয়েছেন সোফিয়া জামান। ‘বেস্ট অথর অন ওয়াইল্ডলাইফ’ সম্মাননা পেয়েছেন ফরিদী নোমান।

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন অনুভূতি প্রকাশ করে বলেন, প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের দেশের অতি মূল্যবান সম্পদ। এই চেতনাটুকু বুকে ধারণ করে প্রকৃতি ও বন্যপ্রাণীদের অস্তিত্ব রক্ষায় আমাদেরকে নিজেদের অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।

জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রথম ‘আরবান বার্ড রেস-২০২৫’ প্রতিযোগিতায় নিবন্ধিত বাক্তিরা ৩-৪ জনের দলে বিভক্ত হয়ে নির্ধারিত দু’ ঘণ্টা সময়ে পাখি দেখেছেন, সনাক্ত করেছেন এবং তা তালিকা করেছেন। নির্ধারিত সময়ে যে দল সবচেয়ে বেশি প্রজাতির পাখি দেখেছেন; এর ভিত্তিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল নির্বাচিত করে পুরস্কার প্রদান করে হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোশক ছিল ক্রিসেন্ট লুঙ্গি।

এছাড়াও ‘বেস্ট রেস্কিউয়ার’ হিসেবে কামরুন নাহার কণা, ‘বেস্ট সোয়ান ইউনিট’ হিসেবে রাজশাহী ইউনিট, ‘অ্যানিম্যাল-সেইভার’ হিসেবে রকের নেতৃত্বে সোয়ান এর মিশন সেন্টমার্টিন সদস্যদের সম্মাননা দেন সোয়ান এর প্রেসিডেন্ট আদনান আজাদ।



সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন
শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ

মৌলভীবাজারে সিলেট বিভাগীয় ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি:নং-মৌল ০০৭ উদ্যোগে জ্বালানী পরিবহনে শৃংখলা ও নিরাপত্তা বিষয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৫ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলওয়ে ষ্টেশন এলাকায় সিলেট বিভাগের ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি: নং: ০০৭ এর উপকমিটির উদ্যোগে জ্বালানী পরিবহনে শৃংখলা ও নিরাপত্তা বিষয়ক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম রানা। আলি হোসেন ভুইয়া এর সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মোঃ মীর মোকসেদ, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক- মোঃ কামাল হোসেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক- এসএম আসলাম; হবিগঞ্জ ট্যাংকলরী ওয়ার্ন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, ফজলুর রহমান লেবু- সভাপতি বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা; মাহবুবুর রহমান চৌধুরী হেলাল- সাধারণ সম্পাদক- বাংলাদেশ ট্যাংকলরী অনার্স এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখা, মো: মনির হোসেন- সভাপতি সিলেট বিভাগ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৭৪, মো: আজাদুর রহমান ওয়াদুদ- সাধারণ সম্পাদক, ট্রাক কাভার ভ্যান, পিকাফ মৌলভীবাজার জেলা শাখা; মো: আলাউল মিয়া(লালু)- সাধারণ সম্পাদক রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন অলম নগর রংপুর, মো: আব্দুর আই সুমন মিয়াজী- সাধারণ সম্পাদক ফেনী জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, রেজি নং চট্ট ২১৩৭ মো: আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক, সিলেট বিভাগ ট্যাংকলরী পরিবহন শ্রমিক ইউনিয়ন ০০৭ এর উপকমিটির সভাপতি মো:সাহারাব ইসলাম রুহিন এবং কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রশাসনের জ্বালানী সংক্রান্ত বিভিন্ন শাখার কর্মকর্তা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্যাংকলরী শ্রমিক ও চালকরা অংশ নেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT