মনুনদীর পানি বেড়ে যাবার সাথে সাথেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। ভিডিও-তে গরীবদের দান করা আশ্রয়ায়নের এই ঘরগুলো নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছিল। ফলে নদীর পানি একটু বেড়ে যাবার সাথে সাথেই ঘরে ঢুকে পড়ে পানি। আনন্দের পরিবর্তে দুঃখ আর দূর্দশা নিয়ে আসে এতো সাধের সে বাড়ীঘরগুলো।