1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্যা, বন্যা, বন্যা - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন

বন্যা, বন্যা, বন্যা

মৌলবীবাজার প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৫২ পড়া হয়েছে

নদীবাঁধের একজায়গায় বাঁধ উপচে ৩০টি গ্রাম প্লাবিত
জেলার ৪টি নদ-নদীর পানি বিপদসীমার উপরে
প্লাবিত শতাধিক গ্রাম

 

এ নিয়ে ৪দফায় বন্যা হলো। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে। ধারাবাহিক বৃষ্টি ও উজানের পাহাড়ী ঢলে এ পর্যন্ত জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে নৌকা না থাকায় বন্যার্তদের উদ্ধার করতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। চতুর্থ ধাপের হঠাৎ করে আবার বন্যায় প্লাবিত হওয়ায় চরম বিপাকে পড়েছেন জেলার কয়েক লক্ষ মানুষ।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বুধবার জেলার মনু নদীতে(রেলওয়ে ব্রীজ) বিপদসীমার ১২০ সে.মি, চাঁদনীঘাট এলাকায় ৯০ সে.মি, ধলাই নদীতে ১৪ সে.মি, কুশিয়ারা নদীতে ৩ সে.মি ও জুড়ী নদীতে বিপদসীমার ১৭৮ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

 

এছাড়াও কুশিয়ারা নদীর সদর উপজেলা ও রাজনগর উপজেলার উত্তরভাগ, ফতেপুর, মনুমুখ ও খলিলপুর ইউনিয়নের প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন, একামধু, মিঠুপুর ও ভাঙ্গার হাটে ভাঙ্গা দেখা দেয়ায় প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।

 

কমলগঞ্জ উপজেলায় ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বন্যা কবলিত মানুষরা বলছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন মাঠে না থাকায় বিগত বন্যার মতো তারা সহযোগিতা পাচ্ছেন না।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: জাবেদ ইকবাল ভাঙ্গনের বিষয় নিশ্চিত করে বলেন, বাধ উপচে পানি যাতে গ্রামে প্রবেশ করতে না পারে এজন্য আমরা চেষ্টা করছি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT