1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বরিস জনসনের বিদায় - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বরিস জনসনের বিদায়

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৪৯৫ পড়া হয়েছে
লণ্ডন, ৭ জুলাই ২০২২

অবশেষে বরিস জনসন প্রধান মন্ত্রীত্ব থেকে সরে দাঁড়ালেন

বিশেষ প্রতিনিধি

বিশ্বের সবচেয়ে দামী কাজটি আমি ছেড়ে দিচ্ছি কিন্তু এটিই একটি নিয়ম। বিদায়ের পূর্বে জনসন এ কথাটি বলেছেন।

আজ বৃহস্পতিবার ৭ জুলাই ২০২২ইং বরিস জনসন তার পদত্যাগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তার পদত্যাগের কথা জানাতে গিয়ে তিনি তার বিরুদ্ধে তার দলের সিদ্ধান্তকে একটি উদ্ভট ছিটমাথার সিদ্ধান্ত বলেই অবিহিত করেন।

দায়ীত্ব থেকে সরে যেতে তিনি যে হতাশায় ও বেদনায় ভুগছেন তা স্পষ্ট করেই স্বীকার করেন, তবে পদত্যাগের এই পদ্বতিকে ‘চকচকে ডারউইনিয়ান পদ্বতি’ উল্লেখ করে পদ্বতিকে স্বাগত জানান।

বন্যার মত মন্ত্রীদের পদত্যাগ যা অবশেষে তাকে পদ থেকে সরে যেতে বাধ্য করেছে, মন্ত্রীদের সে পদত্যাগকে তার দলের ভেতরে পশুর দলবেঁধে

চলার মতই শক্তিশালী উল্লেক করে বলেন প্রথম ভেড়া যেদিকে যাবে বাকীরা সেদিকেই যাবে। রক্ষণশীলদের দল এ নিয়মেই চলে আসছে!

তিনি তার ইচ্ছার বিষয়ে নিশ্চিত করেছেন যে যতদিন পর্যন্ত দল পছন্দ করে দলের পরবর্তী নেতৃত্বকে বাছাই করে নিয়ে আসতে না পারছে ততদিন পর্যন্ত তিনিই পদে থাকবেন। তবে দলের ভেতর থেকে তিনি খুবই বিরুধীতার মুখে আছেন। দলের ভেতরে তার বিরুধীগন চান অতি তারাতারি একজন মধ্যবর্তী নেতা আসুক এবং বরিস জনসন যেনো বিদায় নেন।

প্রধান মন্ত্রীত্বে টিকে থাকার জন্য তিনি সকল শক্তি দিয়ে চেষ্টা করেছেন উল্লেখ করে বরিস জনসন নিজেই বলেন, দেশের ১৪ মিলিয়ন মানুষ তাকে ভোট দিয়ে এ পদে বসিয়েছিল। যার জন্য তিনি টিকে থাকার প্রচেষ্টাকে তার দায়ীত্ব বলেই মনে করেছেন।
সংবাদ মাধ্যম এপোল নিউজ থেকে সংগৃহীত

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT