1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক "সামিতসোম" - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় কমিশনারের সামগ্রী বিতরণ ॥ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট-এর সম্মেলন ও বিচার কর্মচারী সমিতির কর্মবিরতি বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম” কমলগঞ্জের দিনলিপি… বিলেতে বাঙ্গালী… বস্তা ভর্তি পরিত্যক্ত সিমেন্ট থেকে পাথর, রোভার স্কাউট আইসিটি ও মুক্ত গণমাধ্যম দিবস বিলেতে বাঙ্গালী… ইমাম হত্যার প্রতিবাদ, পুড়িয়ে দিল বাগান, অর্থনীতির চাকা ঘুরে ও আন্তঃস্কুল বিতর্ক শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মুজিবুর রহমান চৌধুরী বেনু রায় পেলেন পুলিশ পদক ॥ শোষণ চালু রেখে বৈষম্যহীন রাষ্ট্র কায়েম করা যায় না ক্যালিফোর্নিয়ায় সেলিম চৌধুরী সম্বর্ধিত ॥ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ ফুটবলে এক অজানা গৌরব আর সাফল্যের নাম হোক “সামিতসোম”

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫ পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয় ফুটবলে অভিষেকের অপেক্ষায়
সামিত সোম


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে শীঘ্রই অভিষেক হতে চলেছে সামিত সোমের। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের। সম্প্রতি, ফিফা কর্তৃপক্ষ বাংলাদেশের হয়ে খেলতে অনুমতি দিয়েছে এই ফুটবলারকে। ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ দলে তার অভিষেক হতে পারে।

বাংলাদেশী বংশদ্ভূত কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম এখন থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারবে, এমনটাই নিশ্চিত করেছে ফিফা। মঙ্গলবার(৬ মে) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাকে আনুষ্ঠানিক ছাড়পত্র দেয়, যার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো এক নতুন সম্ভাবনাময়ী নাম-‘সামিত’২৭ বছর বয়সী এই মাঠের মধ্যমনি(মিডফিল্ডার) এরই মধ্যে পাসপোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক ছাড়পত্র সবকিছুই ঝড়ের গতিতে সম্পন্ন করেছেন। ১ মে কানাডা সকার অ্যাসোসিয়েশন থেকে আন্তর্জাতিক ছাড়পত্র হাতে পান তিনি। এর পরদিনই টরন্টোয় বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে প্রস্তুত হয় তার ই-পাসপোর্ট।

 

এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করা হয় ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। কাগজপত্র যাচাই-বাছাই করে ফিফা তাকে বাংলাদেশের হয়ে খেলার পূর্ণ অনুমতি দেয়।

সামিত সোমের বাবা-মা দুজনই বাংলাদেশি। সামিত সোমের বাবার বাড়ী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়। সামিতের জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও, হৃদয়ে তার বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা ছিল সবসময়। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি কানাডার জাতীয় দলের হয়ে দুইটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। বর্তমানে খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল কালাভরি এফসি’তে।

সামিত সোম কানাডার হয়ে বিভিন্ন যুব ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও তার হৃদয় ছিল বাংলাদেশের জন্য। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশে খেলার স্বপ্ন দেখেছেন। তার লক্ষ্য জাতীয় দলের হয়ে বিশ্বমানে ফুটবল খেলা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখা। সামিত সোমের এই যাত্রা বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করার জন্য প্রস্তুত।

বাংলাদেশে জাতীয় দলের খেলার জন্য অনুমতি পাওয়ার পর, সামিত সোম আশা প্রকাশ করেছেন যে তার অভিষেকটি হবে ঐতিহাসিক এবং দেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি গর্বের মুহূর্ত।

 

 

এছাড়া, সামিত সোমের এই পদক্ষেপ বাংলাদেশের ফুটবল উন্নয়নে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে, যেখানে দেশের বাইরের প্রজন্মও তাদের জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে। এখন ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সামিতের অভিষেক ম্যাচের জন্য।

বাংলাদেশ জাতীয় দলের সামনে এখন এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে সামিত সোমকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে, এমনই সম্ভাবনার কথা জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র। এটা কেবল একজন প্রবাসী ফুটবলারের সংযুক্তি নয়, বরং বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক অভিজ্ঞতার এক নতুন সংযোজন। কোচিং স্টাফ ও সমর্থকদের আশায় বুক বাঁধার মতো একজন মিডফিল্ডার পাচ্ছে দলটি, যার ভেতর রয়েছে পেশাদারিত্ব, আন্তর্জাতিক অভিজ্ঞতা।

বাংলাদেশের ফুটবলে যখন সাফল্যের খরা, তখন হামজা ও সামিত সোমের মতো একজন খেলোয়াড়ের আগমন হতে পারে আশার আলো। এখন দেখার বিষয়, দেশের জার্সিতে তার অভিষেক কতটা প্রভাব ফেলতে পারে দলের সামগ্রিক কর্মকাণ্ডে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT