লন্ডন: গত এক সপ্তাহে ভারতের সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ বাংলাদেশ-মেঘালয় সীমান্তে ২৭৬টি গরু আটক করেছে। একই সাথে তারা উভয় দেশে নিষিদ্ধ ৪৯লাখ রূপীরও উপরে চোরানচালাইয়ের মাল আটক করেছেন। কয়েকটি গরুর একটি ছবিও এনডিটিভি প্রকাশ করেছে। কোন পাচারকারীকে অবশ্য তারা ধরতে পারেননি। বিএসএফ এর এ বক্তব্য পিটিআই এর বরাতে প্রকাশ করেছে গত রোববার ২৩ জুলাই ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। পাচারকারীরা কাঁটাতার কেঁটে এবং খোলা জায়গা দিয়ে এসব গরু চোরাই পথে পাচার করে থাকে। মেঘালয়ায় সীমান্ত অংশের বহু এলাকায় এখনও কাঁটাতার লাগানো হয়নি বলে বিএসএফ তাদের বক্তবে বলেছে। বিএসএফ তাদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে তাদের কারিগরী সহায়তাসহ সৈন্যসংখ্যা বাড়িয়েছে বলে বাংলাদেশ বর্ডারগার্ডের সাথে এক সমন্বয় সভায় এসব বিষয়ের উল্লেখ করেছে।