জন্ম-মৃত্যুর এ বিশ্বজগতে দিনলিপির প্রতিটি দিনই মানবজাতির বিভিন্ন কর্মকাণ্ডে সমৃদ্ধ এক একটি দিন। ২১ মে বিশ্ব ইতিহাসে খুবই লক্ষ্যনীয় একটি তারিখ। একুশে মে’র এ দিনটি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪১তম দিন। অবশ্য বলা যায় অধিবর্ষে ১৪২তম দিন। ১৫০২সালের এ দিনে জোয়া দ্য নোভা সেন্ট হেলেনা মহাসাগরে একটি দ্বীপ আবিষ্কার করেন। যার নাম হয় সেন্ট হেলেনা দ্বীপ।
![]() |
এই ২১মে তারিখে ১৯৩৮সালে বেঙ্গল মোশন পিকচার এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। এই তারিখেই ১৯৭৪ সালে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্যচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
২০০৬ সালের এ দিনেই বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়েছিল। আরো কতকিছু হয়েছিল এবং হয়ে যাচ্ছে তার খবর আমাদের রাখার সুযোগ হয় খুব কম। ১৯৯৪ সালের এই দিনে ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করেছিল।
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
এতো লম্বা ভূমিকা টানা হলো এজন্যই যে চলিত মে মাসের এই ২১ তারিখে, যা ছিল শনিবার, বাংলা নববর্ষ ও ঈদের আনন্দে মেতে উঠেছিল কেমডেনের বাঙ্গালীরা
![]() |
লণ্ডনের কেমডেন শহরের একটি শিশু-কিশোর কেন্দ্রে বাংলা নববর্ষ ও ঈদের আনন্দ উপভোগের জন্য জমে ছিলেন স্থানীয় বাঙ্গালী সম্প্রদায়ের আবাল-বৃদ্ধ বনিতা।
![]() |
![]() |
শিশু-কিশোর-কিশোরীদের কলকাকলিতে ভরে উঠেছিল ওই কেন্দ্রের বৈঠকখানা। আলোচনা সভা থেকে শুরু করে শিশু-কিশোর-কিশোরীদের আঁকা-আঁকি, অংকের গণনা, কবিতা আবৃতি, অক্ষর পরিচিতি ও কথোপকথন। কি-না হয়েছে! গানের সুরে সুরে চেয়ার দখল, চোখ বেঁধে হাঁড়ি ভাঙ্গা থেকে শুরু করে গান বাজনা, তহবীল সংগ্রহের জন্য ‘প্রাইজ ড্র’ ও সবশেষে পুরষ্কার বিতরণ এ সবই হয়েছে।
শুধু কি তাই, শিশু-কিশোর-কিশোরীদের এসকল কর্মকাণ্ডে সঙ্গও দিয়েছেন দেশী ও ভিনদেশী সম্প্রদায়ের গুণীজনেরা। ব্যারিষ্টার মসুদ প্রধান অতিথির আসন অলংকৃত করে সবশেষে পুরষ্কার বিতরণ করেন। পারিশ্রমিকের বিনিময়ে সঙ্গীতে অংশ নিয়েছিলেন নন্দিতা মুখার্জি আর তার সাথে তবল বাজিয়েছিলেন পিয়াস।
![]() |
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
স্বেচ্ছাসেবী হয়ে যারা প্রানপণ চেষ্টা করেছেন অনুষ্ঠানটিকে উৎসবে রূপ দিতে এবং উপস্থিতি সকলের মনে বিনোদন যোগাতে তারা ছিলেন- আব্দুল ওয়াহিদ, কনিকা হক, ফকরুল ইসলাম খসরু, সেলিনা খানম, শামীম আহমদ বকুল, রেবেকা সুলতানা, কাজী সাইফুদ্দনি আহমদ, বিলকিস রশীদ, মৃণাল সেনগুপ্ত, আদম ও হারুনূর রশীদ।