সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নের ২ সহস্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর আয়োজনে বস্ত্র বিতরণ করা হয়।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ও বেলা ১.৩০টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান।
সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফির যৌথ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মো: আমিনুর রহমান চৌধুরী শিফতা, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমদ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জালাল, সমাজকর্মী শওকত আলী, শাহ ওবায়দুল হক, জুবেল আহমদ, শাহ নুরুল হক, মনসুর আলম, ফাহিম আহমদ, রবিন আহমদ, শিমুল আলী, মুন্সীবাজার ইউপি সদস্য শফিকুর রহমান, সুনীল মালাকার, পতনঊষার ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল মুনিম, আলাল মিয়া, আব্দুল হান্নান, সংরক্ষিত মহিলা সদস্যা সেলিনা আক্তার, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল বাছিত খান প্রমুখ।
উল্লেখ্য, মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে ২ সহস্রাধিক অসহায় ও দু:স্থ লোকের মাঝে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে বস্ত্র (শাড়ি, লুঙ্গি, খ্রিপিচ, পেন্ট, গেঞ্জি) বিতরণ করা হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল কর্তৃক আয়োজিত বন্যাদূর্গতদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। যুক্তরাজ্য প্রবাসী এ, কে, এম জিল্লুল হক, সৈয়দ মাসুম, ফ্রান্স প্রবাসী সৈয়দ তালেব আলী, সৈয়দা সানজিদা বেগম, মঈনুল ইসলাম খাঁন, ডাঃ কামাল আহমেদ, মোস্তাক আহমেদ, শেখ এম শাহিন শাহেদ ও মোঃ আতিকুর রহমানের আর্থিক সহযোগিতায় বালিগাঁও, বাল্লারপার, উজিরপুর, লংগুরপার ও পৌর এলাকার ৬ ও ৭ নং ওয়ার্ডের প্রায় ৫শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
কমলগঞ্জ দাখিল মাদ্রাসার ব্যস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রখ্যাত কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, বাস্তবায়ন কমিটির সদস্য মুওাকিন আহমদ, আব্দুস শহিদ, মুজিবুর রহমান মুকুল, সৈয়দ ইব্রাহিম আহমদ, মোঃ কাওছার শোকরানা, দুরুদ আহমদ মাষ্টার, হাসিন আফরোজ চৌধুরী, ব্যবসায়ী আনহার আহমদ, মাসুক আহমদ, সৈয়দ আমিরুল ইসলাম কয়সর,আবু তালেব, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাকিল, এড.কামরুল ইসলাম, সমাজসেবক রাসেল হাসান বক্ত প্রমুখ। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বিশিষ্ট জিন বিজ্ঞানী ড.আবেদ চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আগামী ৩ ও ৪ জানুয়ারি (শুক্র ও শনিবার) ২০২৫, মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকার উদ্যোগে মৌলভীবাজারস্থ রাঙ্গাউটি রিসোর্টে ‘আন্তর্জাতিক মৌলভীবাজার উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেজিষ্ট্রেশনের মাধ্যমে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানটি সফল করতে এবং দেশ-বিদেশে অবস্থানরত আগ্রহী মৌলভীবাজারবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনকে মনোমুগ্ধকর, ঐতিহ্যপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে সাজিয়ে তুলতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
আন্তর্জাতিক এই আসরটি দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হয়ে উঠবে অভূতপূর্ব এক মিলনমেলায়। মৌলভীবাজার জেলা সমিতির দক্ষ ও অভিজ্ঞ এক ঝাঁক প্রবীণ সংগঠকের সুনিপুণ কর্মতৎপরতায় ইতোপূর্বে অনুষ্ঠিত অনেক সাফল্যজনক উদ্যোগ ছিল লক্ষণীয়। তাদের পাশাপাশি বয়সে নবীনরাও যুক্ত হচ্ছেন এই উৎসবের বিভিন্ন আঙ্গিকে।
আয়োজনটি সফল করার জন্য দেশে-বিদেশে অবস্থানরত মৌলভীবাজার বাসীসহ শুভানুধ্যায়ীসহ সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন মৌলভীবাজার জেলা সমিতির নেতৃবৃন্দ।