বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নতুন সমন্বয়ক
জেলা সিপিবি সম্পাদক উকিল মাসুক মিয়া
বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার এক সভা ৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু এবং সভা সঞ্চালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়া। সভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম শুভ, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক রমাপদ ভট্টাচার্য যাদু, সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন, অ্যাডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সদস্য আবু রেজা সিদ্দিকী ইমন, বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।
সভায় জোটের সাংগঠনিক কার্যক্রম, জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুক মিয়াকে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার নতুন সমন্বয়ক হিসেবে সিদ্ধান্ত গৃহীত হয়। কমরেড মাসুক মিয়া আগামী তিন মাসের জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
Comments are closed.
https://shorturl.fm/lcC4N