আজ মৌলভীবাজার বাসদ-এর প্রতিকী মানববন্ধন হয়ে গেলো।
আজ বৃহস্পতিবার ২২ এপ্রিল দূপুর ১২টায়, মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে গুলি করে শ্রমিক হত্যায় দায়ী মালিক ও পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, প্রশাসনিক বা পুলিশি তদন্ত কমিটি নয় বরং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা, নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান করা, আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও সুচিকিৎসা নিশ্চিত করা এবং লকডাউনে সকল শ্রমজীবীদের ১ মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা দেওয়া, নিম্ন আয়ের শ্রমজীবীদের ওপর প্রশাসনিক নিপিড়ন বন্ধ করা এবং মৌলভীবাজার জেলায় করোনা চিকিৎসা আধুনিকায়নে RTPCR ল্যাব স্থাপন করা, সরকারি আইসিইউ স্থাপন করা, সার্বক্ষণিক সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস নিশ্চিত করার দাবীতে প্রতিকী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
|