1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিক্ষোভকারীরা জানতে চায় ॥ শ্রেষ্ঠ মৌলভীবাজার জেলা পুলিশ - মুক্তকথা
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

বিক্ষোভকারীরা জানতে চায় ॥ শ্রেষ্ঠ মৌলভীবাজার জেলা পুলিশ

কাওছার ইকবাল॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬ পড়া হয়েছে

বিক্ষোভকারীরা জানতে চায়-

পতিতা ও মাদক ব্যবসায়ীদের খুটির জোর কোথায়?

অপরাধ আস্তানা উচ্ছেদের দাবিতে
ছাত্রজনতার বিক্ষোভ সমাবেশ


 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সব ধরণের মাদক-ইয়াবা এবং পতিতার আস্তানা উচ্ছেদসহ মাদক কেনাবেচায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার দাবিতে সর্বস্তরের জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৮ মে) দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১টায় শহরের সোনার বাংলা রোড থেকে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল শুরু করে স্টেশন রোড প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে ঘন্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ রেল কলোনী, সোনার বাংলা রোড, আরামবাগ, দক্ষিণ ভাড়াউড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক-ইয়াবা বেচাকেনা এবং পতিতাতের আনাগোনা লক্ষ করা গেছে। ইতোমধ্যে স্থানীয় এলাকাবাসি এবং যুবকদের সহায়তায় শাপলাবাগ এলাকার মাদক ব্যবসায়ি শাহিদা বেগম এবং সোনার বাংলা রোডের মাদক সম্রাট স্বপন এবং বীরঙ্গনা আনোয়ারা বেগমের বসতঘর থেকে পুলিশ অভিযান চালিয়ে মাদক-ইয়াবা বিক্রির নগদ কয়েক লাখ টাকা, ইয়াবা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কিন্তু মাদকের গডফাদার স্বপন গং এবং পতিতা ব্যবসার গডফাদারকে গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন সময় স্থানীয়রা মাদকসেবিদের মাদক ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দিয়ে পুলিশ নারাজ হয়। এলাকাবাসি পুলিশকে সাথে নিয়ে মাঝেমধ্যে মাদক-পতিতার আস্তানায় অভিযান চালানোর আগ্রহ প্রকাশ করলে পুলিশ আসতে অনাগ্রহ প্রকাশ করে বা আসতে কালবিলম্ব করে। এছাড়া এলাকাবাসি হাতেনাতে অপরাধীদের পুলিশের হাতে তুলে দিলে কিছুদিন পর তারা জামিনে বেরিয়ে এসে প্রতিবাদকারীদের উল্টো হুমকি ও নানাভাবে হেনস্তা করে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন যাবত প্রকাশ্যে মাদক ও পতিতার ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন তাদের উচ্ছেদ করছে না। মাদক ব্যবসায়ী ও পতিতাদের খুটির জোর কোথায় আমরা জানতে চাই। মানববন্ধন থেকে প্রশাসনকে জানাতে চাই, দ্রুত শহরের চিহ্নিত পতিতা ও মাদকের সকল আস্তানা উচ্ছেদ করে মাদক কেনাবেচা বন্ধে কঠোর পদক্ষেপ নিন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা।

শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগি মোহাম্মদ শাহিন আহমেদ এর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম শ্রীমঙ্গলের নেতা মাওলানা এম এ এ রহিম নোমানী, বৈষম্যেিরাধী ছাত্র আন্দোলনের সংগঠক মোঃ মোজাহিদুল ইসলাম, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ নাদির হোসেন, পরিবহন শ্রমিক নেতা মনির হোসেন, সাধারণ ব্যবসায়ী ইসমাইল হোসেন, ক্রীড়া সংগঠক কালাম আহমদ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদরাসার রেজিস্ট্রার সাদিকুর রহমান, হিলফুল ফুযুল ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলাম আলআমিন, বায়তুল আমান দরুল উলুম মাদরাসার শিক্ষক আব্দুল ওয়াহিদ, কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সদস্য রমজান আহমেদ, চলন্তিকা ক্রীড়া চক্রের সদস্য কল্লোল বৈদ্য, ব্যবসায়ী বাবুল আহমদ, আবির আল আজাদ মাইনু প্রমুখ। কর্মসূচিতে উপস্থিত থেকে একাত্মতা পোষণ করেন শহরের সর্বস্তরের ব্যবসায়ী, স্কুল-মাদরাসার শিক্ষক, আলেম-উলামা, ইমাম প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে ব্যবসায়ী  মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, যে কোনো পরিবার ও সমাজের জন্য মাদক হুমকিস্বরূপ। মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। মাদকাসক্তি সমাজে অপরাধপ্রবণতা বাড়ানোসহ শৃঙ্খলা নষ্ট করে। পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শহরের অলিগলি ও পাড়া-মহল্লায় আশঙ্কাজনক হারে বাড়ছে নারী ও কিশোর মাদকাসক্তের সংখ্যা। শহরে মাদকাসক্তি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে তা সমাজে ভয়ংকর রূপ ধারণ করবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যুক্ত হন।

এবিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, মাদক-ইয়াবা ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে শাপলাবাগ রেল কলোনী ও সোনার বাংলা রোড থেকে নারী মাদক ব্যবসায়িসহ বেশ কযেকজন মাদক-ইয়াবা কারবারিকে আমরা গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি। সবধরণের মাদক এবং অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


 

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ মৌলভীবাজার জেলা পুলিশ

 

 

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলার পুরস্কার লাভ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
এছাড়াও মৌলভীবাজার সদর মডেল থানা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে সিলেট রেঞ্জ পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এপ্রিল/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবার হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার তুলে দেন।

সিলেট রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহণ করেন মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর কোর্টের রফিকুল ইসলাম। এর পাশাপাশি রেঞ্জের সেরা এসআই নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই শিপু চন্দ্র দাস।

সিলেট রেঞ্জের চার জেলার মধ্যে মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটন, ট্রাফিক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্তোষজনক পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT