বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যেগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কুরমা সীমান্তে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর এ বি এম শাহরিয়ার সুমন ও ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন। এছাড়াও বিতরণকালে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও বিওপি কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচীর প্রথম দিনে সীমান্তবর্তী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন জানান, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা, মোকাবিল, চাম্পারায় বিওপির দায়িত্বপূর্ণ দক্ষিন গোলের হাওর, চাম্পারায় এবং সরিষাবিল এলাকার শীতার্ত গরীব ও দুঃস্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সীমান্তবর্তী এলাকার গরীব ও দুঃস্থ’ জনসাধারণদের আর্থসামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
নোট: ছবি সংযুক্ত।
মৌলভীবাজারের কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন এর সাথে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শামীম আজনজি।
সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, সাবেক সহ সভাপতি শাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সাবেক সাধারন সাধারন মো. মোস্তাফিজুর রহমান, শাহীন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, সাংবাদিক এম, এ, মুক্তাদির, আব্দুল হাই ইদ্রিছি, আব্দুল বারী জালাল, সালাউদ্দিন শুভ, আনকার আহমেদ, শাহাবুদ্দিন আহমদ, আশরাফ সিদ্দিকী পারভেজ, আব্দুল মুমিন, খালেদ সাইফুল্লাহ্ প্রমুখ।
মতবিনিময় সভায় কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, সাংবাদিক-পুলিশের একে অন্যের পরিপূরক। সুন্দর কমলগঞ্জ গড়তে তিনি সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।