বৃটেনের কার্ডিফে দারুল কিরাত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
মোজাম্মেল আলী।। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত বৃটেনের কার্ডিফ শহরের জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের উদ্দ্যোগে গত ২৭ শে আগস্ট দারুল কিরাত প্রতিযোগিতা ২০১৯ এর পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে সফল ভাবে অনুষ্ঠিত হয়।
কার্ডিফ জালালিয়া মসজিদের প্রেসিডেন্ট আলহাজ্ব লিলু মিয়ার সভাপতিত্বে ও প্রধান ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ, জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির, ডেইলি সিলেট এন্ড দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি ওয়েলস বাংলা নিউজের এডিটর ওয়েলসের কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ বাংলাদেশ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হান্নান শহীদুল্লাহ, সেক্রেটারি আসকর আলী, জালালিয়া মসজিদের ট্রাস্টি খাদিমুল ইসলাম, আনসার মিয়া,আবু তাহের চৌধুরী, আলমগীর আলম, জহির আলী, আমিনুর রহমান, শাহাদাত আলী খান লেনিন, আলহাজ আলী, লন্ডনসিলেট নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মোজাম্মেল আলী ও শিক্ষক ক্বারীয়া তাসনিম প্রমুখ।
ছালিছ জামাতের ছাত্র আব্দুল মুস্তাকিমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জনাকীর্ণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দারুল কিরাত কোর্সের দ্বারা কমিউনিটির নবপ্রজন্মের শিশুদের পবিত্র কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াতের এক বিশাল অনুশীলন চলে আসছে। দারুল কিরাতের সুফল ইতিমধ্যেই পাওয়া শুরু করেছে। কার্ডিফ জালালিয়া মসজিদ শাখা থেকে অধ্যয়ন করে ১০/১২ জন ক্বারী সনদ লাভ করেন।
জামাতে সূরা থেকে রাবে পর্যন্ত উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন উপস্থিত অতিথি ও অভিভাববৃন্দ। জামাতে সুরা ক শাখায় ১ম স্থান কিবরিয়া আহমদ, ২য় স্থান রাকিবুল ইসলাম, খ শাখায় ১ম স্থান আব্দুল রাফি, ২য় স্থান মির্জা আহমদ; জামাতে আউয়াল ১ম স্থান রওনক আলী, ২য় স্থান ইব্রাহিম শাফি; জামাতে ছানী ১ম স্থান ইমাদুর রহমান, ২য় স্থান মারয়াম চোধুরী; জামাতে ছালিছ ১ম স্থান এস কে চৌধুরী, ২য় স্থান আব্দুল মুস্তাকিম; জামাতে রাবে ১ম স্থান তামিমা চৌধুরী, ২য় স্থান মাহিদুর রহমান।
সম্মানিত শিক্ষক হিসেবে দারুল কিরাতে ছিলেন: নাজিম মাওলানা আব্দুল মুক্তাদির, সহ নাজিম হাফিজ মাওলানা ফারুক আহমদ, প্রধান ক্বারী মোজাম্মেল আলী, সহকারী ক্বারী আসাদুল হক, হাফিজ ইমরান আহমদ, ক্বারী জামি চৌধুরী, ক্বারীয়া নূরী ও ক্বারীয়া তাসনিম।
বক্তারা দারুল প্রতিষ্ঠাতা আল্লামা সাহেব ক্বিবলা ফুলতলী রহ: স্বরণে দোয়া করে কার্ডিফ দারুল কিরাত শাখার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সভায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন কার্ডিফ জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির।
|