1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
সোমবার, ২৪ জুন ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

বিলেতে বাঙ্গালী…

 নুরুল ইসলাম ও আজিজুল আম্বিয়া
  • প্রকাশকাল : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৭৯ পড়া হয়েছে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে

মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্টিত

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইষ্ট রিজিওনের উদ্যোগে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শনী, উমুক্ত আলোচনা ও ঈদ পূনর্মিলনী নৈশভোজ অনুষ্ঠিত হয়েগেলো লন্ডনে।

সংগঠনের সাউথ ইষ্ট রিজিয়নের কনভেনার কমিউনিটি নেতা হারুনুর রশীদের সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপার্সন কমিউনিটি লিডার নুরুল ইসলাম মাহবুব ও সংগঠনের  কো-কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী  জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাউথ ইষ্ট রিজিয়নের জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সায়েম করিম।

পূর্ব লন্ডনের “মাইদা গ্রীল ব্যান্কুয়েটিং হলে” গত সোমবার ২৭ শে মে সন্ধ্যায় অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিষ্টার সাইফ উদ্দিন খালেদ, ক্যামডেন কাউন্সিলের সিভিক মেয়র সমতা খাতুন, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপার্সন ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারপার্সন ও পৃষ্ঠপোষক কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও গ্রেটার সিলেট কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ মাহিদুর রহমান, বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও কমিউনিটি ব্যক্তিত্ব সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার জোসনা ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব জালাল উদ্দিন, কয়ছর এম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর রাবিনা খান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইয়ুম কয়ছর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বাংলাদেশ ক্যাটারাস এসোসিয়েশন এর  প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী অলি খান, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি মুহিবুর রহমান মুহিব, বিসিসিআই এর পরিচালক শাহনুর আহমদ খান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সেন্ট্রাল কমিটির আহ্বায়ক  কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, সহযোগী আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, কাউন্সিলার আবু তালহা চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সেন্ট্রাল কমিটির জয়েন্ট কনভেনার বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার শাহ মিয়া, কাউন্সিলার ব্যারিস্টার নুরুল ইসলাম জুনেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, চ্যানেল এস এর মৌলভাবাজারের হেড অব দি নিউজ খালেদ চৌধুরী, ইউকে বিসিএর সাবেক ট্রেজারার সাইদুর রহমান বিপুল, সাবেক কাউন্সিলার আমিনুর খাঁন প্রমূখ।

সভায় বক্তাগন সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্ণ সুযোগ সুবিধা চালুকরণ, পাওয়ার অব এটর্নি প্রদানে জটিলতা পরিহার, বিমানের ভাড়া কমানো সহ সর্বোপরি প্রবাসীদের হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগের জোর দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন যে পাওয়ার অব এটর্নি প্রদানে বাংলাদেশ হাইকমিশনকে বৃটিশ পাসপোর্টকে আইডি হিসাবে গণ্য করতে হবে এবং বাংলাদেশে প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষাায় সরকারকে বিশেষ সেল গঠ করতে হবে।

 

 

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত চিত্র প্রদর্শনী

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক  মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বিশিষ্ট  সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যবস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার সমতা খাতুন তার সাথে ছিলেন বীর  মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছর,  বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ও সংগঠনের সাউথ ইষ্ট রিজিয়নের কনভেনার কমিউনিটি নেতা হারুনুর রশীদ সহ সকল অতিথিবৃন্দ।

সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, “গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে” সভাপতি, সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সাউথ ইস্ট রিজিওনের যুগ্ন আহ্বায়ক শিপার রেজাউল করিম, আব্দুর রহিম রঞ্জু, মেঘনা গ্রূপের ভাইস চেয়ারম্যান মোঃ জাকারিয়া, সেন্ট্রাল কমিটির সদস্য শাহ শাফি কাদির, সাউথ ইস্ট রিজিওনের যুগ্ন আহ্বায়ক তৌরিছ মিয়া, সাউথওয়েলসের সদস্য সচিব রকিবুর রহমান ও কোষাধ্যক্ষ এ বি রুনেল সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ, বাংলাদেশ প্রতিদিনের আফজাল হোসেন, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, কার্যক্রম পরিচালক হেলেন ইসলাম, জিবি নিউজের সম্পাদক রাকিব রুহেল, সাপ্তাহিক বাংলা পোষ্টের প্রতিষ্ঠাতা সম্পাদক ব্যারিষ্টার জিল্লুর রহমান, বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি সৈয়দ মাহমুদ আলী, মাওলানা রফিক আহমদ রফিক, হাফেজ জিল্লুর রহমান চৌধুরী, গোলাপগন্জ হেল্পিং হ্যাণ্ডের সভাপতি এমদাদুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক মাসুক আহমদ, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সভাপতি এম এ মুকিত, বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল মুকিত, সিলেটী অনলাইনের আমিনুর চৌধুরী, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম উদ্দিন, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মিসবাহুজ্জামান সোহেল, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর খালেদ চৌধুরী, আলী হোসেন, মজিবুল ইসলাম আজু, আমির হোসেন, আব্দুল হাকিম, মইনুল ইসলাম, শেরওয়ান আলী, ব্যারিস্টার শাহনেওয়াজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মিসবাহ উদ্দিন, সাবেক ট্রেজারার আজম খান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফখরুল ইসলাম বাদল, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর মোশাহিদ আলী, মজমিল আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের জয়েন্ট ট্রেজারার নুরুজ্জামান নুরু, সাংস্কৃতিক সম্পাদক দৌলত মিয়া, তরুণ সংগঠক সেলিম আহমদ, বাবর চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মানিক মিয়া, ওয়াহিদ আলী, সাউথ ইস্ট রিজিওনের কনভেনিং কমিটির সদস্য আমিনা বেগম রুবি, আখতার পারভিন বেগম, মুহিদ উদ্দিন, শারুখ মিয়া, পারভেজ আহমেদ, শাহ ওয়াহাব জাহাঙ্গীর, শেখ ইসহাক, আহমেদ কায়সার কানন, রেজা আহমদ, ইমন তরফদার, ফয়েজ চৌধুরী, এনামুল হোসেন সুয়েব, শাহ হানিফুর রহমান, শেখ এস কে সালাম, রহুল আহমেদ, এনামুল হোসেন সুয়েব, শাহ হানিফুর রহমান,  শেখ এস কে  সালাম, রহুল আহমেদ, আব্দুল মালিক লোদি, রেডিং এর ব্যবসায়ী শাহজাহানুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল হামিদ ইউসুফ, বিশিষ্ট লেখক ও কলামিস্ট আজিজুল আম্বিয়া, বাংলাদেশ ক্যারাম সেন্টার ইউকে এর প্রতিষ্ঠাতা এ কে খান সুজা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল হাবিব ইউসুফ, অমিত ভট্টাচার্য শান্ত , ইসমাইল হোসেন, বদরুল ইসলাম,  কামরুল আই রাসেল, বদরুল হক মনসুর ও সাংবাদিক রাসেল আহমেদ সহ কমিউনিটি এক্টিভিস্ট ও বিলেতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের বেশ কিছু সদস্যরা পাঁচশত পাউন্ড চাঁদা দিয়ে আজীবন সদস্য হওয়ার প্রতিশ্রুতি দেন।


কলকাতার সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে

‘বুক ওয়ার্ম ক্যাফে লাভিস্টা ক্লাব’ এর সদস্যদের প্রীতি আড্ডা

কলকাতার বিশিস্ট সাংবাদিক এর সম্মানে বুক ওয়ার্ম ক্যাফে লাভিস্টা-এর ঊদ্দ্যোগে গত ২৫ মে পূর্ব লন্ডনের ব্রিকলেনের ক্যাফে লাভিস্টায় কবি আসমা মতিনের সভাপতিত্বে এবং ড.আজিজুল আম্বিয়া এর পরিচালনায় এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

 

যুক্তরাজ্যে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতি প্রথম বাঙালি সাংবাদিক যিনি ইউটিউব ও ফেসবুকে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছেন। আনন্দবাজার পত্রিকা, আনন্দলোক, টাইমস অফ ইন্ডিয়া, জ্বি ২৪ ঘণ্টা চ্যানেলের বিনোদন সাংবাদিক ও অ্যাঙ্কর, পেয়েছেন আনন্দবাজার গ্রুপের তরফ থেকে ‘অপরাজিতা’ সম্মাননা ও দুবাই থেকে উমা এক্সেলেন্স পুরস্কার।

উক্ত অনুষ্টানে বক্তব্য রাখঅতিথি বলেনর গিয়াস উদ্দিন, সাংবাদিক হাফসা ইসলাম, কবি মোহাম্মদ মুহিদ, সাংবাদিক অলিউর রহমান, শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, লেখিকা ইমদাদুন খান, কবি সালমা বেগম, নাজমা কুদ্দুস, হাসনা চৌধুরী, বাবুল তালুকদার, আব্দুস সাত্তার, ডাক্তার মাহমুদ মান্না, শারমিন প্রমূখ।

বক্তারা বলেন, তিন বাংলার বাঙ্গালীদের সম্মিলিত প্রচেস্টায় অনেক মহৎ কাজ করা সম্ভব হচ্ছে এবং ফল আগামী প্রজন্ম ভোগ করবে। তারা জানান আমরা সবাই মিলে একটি সংস্কৃতি বান্ধব পরিবেশ গড়ে তুলতে চাই। এই আড্ডার অন্যতম আকর্ষণ ছিল কবিতা আবৃত্তি এবং গান। সম্মানিত অতিথি ও গান শুনান সবাইকে। প্রধান অতিথি বলেন, সব মিলিয়ে একটি সুন্দর সময় কাটলো।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT