1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

বিলেতে বাঙ্গালী…

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ পড়া হয়েছে

লন্ডনে পাঁচ বছর পূর্তি উদযাপন করবে

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউকে’

যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্তন ছাত্রদের(অ্যালামনি) সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার। পূর্ব লন্ডনের ‘দ্য টি রেভ্যুলেশনে’ অনুষ্ঠিত সভায় সংগঠনের পাঁচ বছর পূর্তি উদযাপনকে বড়ো পরিসরে আয়োজনের পাশাপাশি নতুন বছরের সংগঠনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ক্লাবের পরিচালনা পরিষদের সদস্য ও অলাভজনক সংস্থা এলাকার পরামর্শক(থার্ড সেক্টর কনসালটেন্ট) বিধান গোস্বামী এর সভাপতিত্বে ও সাংবাদিক তানভীর আহমেদের পরিচালনায় পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সুপ্রতিম দেব, এম এ আল হাদি, জাহানারা পলি, লাবনী রেজা, ঝুমুর দত্ত, শায়লা শিমলা, শাফকাত সাঈদ, কামরুন্নাহার মেডোরা, মোহাম্মদ কিবরিয়া, মিনারা জেসমিন, রিয়াদ আসিফ ও অন্যান্যরা।

আলোচনাকালে বক্তরা বিগত পাঁচ বছর সংগঠনকে গতিশীল রাখতে যারা ভূমিকা রেখেছেন তাদের বষপূর্তি অনু্ষ্ঠানে সম্মানিত করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’র বিগত দিনের কার্যক্রম নিয়ে একটি স্মরণিকা প্রকাশের ব্যাপারেও পরিচালনা পরিষদের সদস্যরা একমত পোষন করেন।

আলোচনাকালে প্রাক্তনরা অমর একুশে ফেব্রুয়ারি-শহীদ দিসব, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপনের পাশাপাশি সামার ট্রিপের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা করেন। এছাড়াও সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঘনিষ্টভাবে কাজ করার প্রস্তাবনা নিয়েও আলোচনা হয়। বৃষ্টি বিঘ্নিত বৈরী শীত উপেক্ষা করে উপস্থিত প্রাক্তনরা তাজা ফুল খোঁপায় গুঁজে ঋতুরাজ বসন্তকে আগমনী অভিনন্দন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT