1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিলেতে বাঙ্গালী... - মুক্তকথা
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন

বিলেতে বাঙ্গালী…

আনসার আহমেদ উল্লাহ
  • প্রকাশকাল : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১ পড়া হয়েছে

‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ সম্মাননা প্রদান করলো
যুক্তরাজ্যে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের


যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে’ উদযাপন করলো সংগঠনের পাঁচ বছর পূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত ১৭ এপ্রিল, বৃহস্পতিবার, বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী বার্কিং টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

মেয়র পার্লারে অনুষ্ঠিত এ বর্ষপূর্তি অনুষ্ঠানে, ক্লাবের প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ও পরিচালনা পরিষদের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

আলোচনাকালে বক্তারা যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরে বলেন, যুক্তরাজ্যে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীগনের উদ্যোগেই ‘টাইমস হায়ার এডুকেশন’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের পদসারিবিন্যাস(ranking)অনুসারে তালিকাভূক্তি সহজ হয় না। যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেসব প্রাক্তন শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছেন, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে উপযুক্ত পদসারিবিন্যাস(ranking) ও শিক্ষার মান বাড়াতে প্রস্তাবনা দিয়েছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে প্রস্তাবনা বিবেচনায় নিয়েছে। এছাড়াও অক্সফোর্ড, কেমব্রীজ ও ইউসিএল এর মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান ও গবেষণার আদলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও মূল্যায়ন পদ্ধতি চালুর ব্যাপারেও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকে আয়োজন করেছিলো গ্লোবাল এডুকেশন সেমিনার। বিগত দিনগুলোতে ক্লাবে এই কর্মপরিধির সাথে যারা যুক্ত থেকেছেন ও সহযোগিতা করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন সেইসব প্রাক্তনদের মধ্যে ৩০ জনের হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পরিচালনা পরিষদের সদস্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার আনিস রহমান ওবিই, ব্যারিস্টার চৌধুরী হাফিজুর রহমান, ‌ব্যারিস্টার কাজী আশিকুর রহমান, সোনালী ব্যাংক ইউকের সাবেক ডেপুটি সিইও আমীরুল ইসলাম, ব্যারিস্টার অজয় রায় রতন, প্রদীপ মজুমদার, ঝুমুর দত্ত, মুজাহিদুল ইসলাম, লাবনী রেজা, শওগত আলী বেনু, জাহানারা পলি, ফাতেহা পলি ও হিমিকা ইমাম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের রিস্ক এন্ড ডিজাস্টার রিডাকশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামুছুদ্দোহা।

অনুষ্ঠানে সিনিয়র অ্যালামনি ব্যারিস্টার আনিস রহমান ওবিইকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পৃষ্ঠপোষক প্রতিনিধি হিসেবে এএইচজেড এসোসিয়েটস এর গোলাম মর্তুজা, সামিস স্টুডিও এবং স্টোনব্রীজ লিগ্যাল সলিউশন্সের ব্যারিস্টার সঞ্জয় কুমার রায়কে সম্মনানা পদক তুলে দেন মেয়র ও ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। বর্ষপূর্তি আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ইউকের সদস্য নীলা নিকির লেখা ১০টি কবিতার বই প্রকাশের জন্য তাকে বিশেষ সম্মানানা জানানো হয়।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী নন্দিতা মুখার্জি ও সারোয়ার ই আলম। সবশেষে সকল প্রাক্তনদের নিয়ে বর্ষপূর্তির পিঠা(cake) কেটে আনুষ্ঠানিকতা শেষ করেন বার্কিং এন্ড ডেগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরী।

ক্ষুদ্র অনুদান পরামর্শক(থার্ড সেক্টর কনসালটেন্ট) বিধান গোস্বামীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং অনুষ্ঠান পরিচালনা করেন পলিটিকা টিভির প্রধান সম্পাদক তানভীর আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT