সাংবাদিক বিকুল চক্রবর্তী দেখে গেলেন
বৃটেনের কার্ডিফ শহীদ মিনার
বাংলাদেশ থেকে আগত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী, বৃটেনের কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন, গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারেল ও মাল্টিন্যাশনাল বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার পরিদর্শন করেছেন বাংলাদেশ থেকে আগত একুশে টিভির সাংবাদিক বিকুল চক্রবর্তী।
এই সময় কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাষ্ট কমিটির অন্যতম ট্রাষ্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ট্রাষ্টি আলহাজ্ব আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের,আখি আক্তার,মাসুদ আহমেদ ও কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার কমিটির ফাউন্ডার্স সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ-যেনো এক প্রাণের বন্ধন, আত্মার আত্মীয়তা, এই সেতু বন্ধন আজীবন অটুট থাকুক প্রাণের বাংলাদেশ চিরজীবী হোক।